ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৭ ইউনিটের মধ্যে ৬টির উৎপাদন বন্ধ

 ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৭ ইউনিটের  মধ্যে ৬টির   উৎপাদন বন্ধ।




দেশের বিদ্যুতের নার্ভ বলে পরিচিত নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অবস্থা নাজুক। সাতটি ইউনিটের মধ্যে ছয়টি ইউনিটেরই উৎপাদনই বন্ধ রয়েছে। বছরের অধিকাংশ সময় ইউনিটগুলোতে যান্ত্রিক ত্রুটি লেগে থাকে। আজ সোমবার শুধু ৪ নম্বর ইউনিটের ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দিয়ে চলছে এ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এ তথ্য নিশ্চিত করে জানান ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক। 




গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২ টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় ইউনিটটি ৭দিন পর চালু কররেও  চালুর ২ দিন পরই আবার ইউনিটটির বিয়ারিং নস্ট হয়ে ফের এর উৎপাদন বন্ধ হয়ে যায়।

 ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সমকালকে জানান ২/৩ দিনের মধ্যেই ইউনিটিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে। তিনি আরো জানান, ৩৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটটির যান্ত্রিক সমস্যা সমাধান করা হচ্ছে। এমাসের ২৫ তারিখে বিদেশি এক্সপার্ট এসে চেক করবে । পরে চলতি মাসের শেষ দিকে কিম্বা আগামী  মাসের ১ তারিখে এর বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

 ৩৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি আন্ডার ওভার হোল্ডিয়ে আছে,এটি চালু হতে সময় লাগবে। তাছাড়া বিদ্যুৎ কেন্দ্রের ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ ও ২ নম্বর এবং ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন একে বারে বন্ধ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।  




মোঃ ফারদিন হাসান দিপ্ত

নরসিংদী প্রতিনিধি


Post a Comment

0 Comments