বাংলাদেশে কয়টি বিভাগ,জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা,ওয়ার্ড, নদী বন্দর রয়েছে..
বর্তমানে বাংলাদেশে মোট সিটি কর্পোরেশন রয়েছে – ১২টি।
ঢাকার দুই সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা – ১২৯টি (ঢাকা উত্তর–৫৪টি এবং ঢাকা দক্ষিণ–৭৫টি)।
বাংলাদেশের সর্বশেষ এবং ৮ম বিভাগের নাম – ময়মনসিংহ।
ময়মনসিংহ বিভাগ গঠিত হয় – বিগত ১৪/০৯/২০১৫ইং তারিখে।
বর্তমানে দেশে মোট উপজেলা রয়েছে – ৪৯২টি।
সর্বশেষ ঘোষিত উপজেলার নাম – হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা।
কর্ণফুলী উপজেলা (৪৯০তম) সৃষ্টি করা হয় – চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা ভেঙ্গে।
'তিতাস' উপজেলা যে জেলায় অবস্থিত – ব্রাহ্মণবাড়িয়া।
বর্তমানে বাংলাদেশে আবহাওয়া স্টেশন সংখ্যা – ৪৩টি।
বাংলাদেশে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে – ০৪টি।
বাংলাদেশে কমিউনিটি রেডিও স্টেশন রয়েছে – ৮টি।
বাংলাদেশের রেলওয়ে কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী বর্তমানে রেলওয়ের দৈর্ঘ্য ২,৯৫৬ কিলোমিটার।
বর্তমানে দেশে নদী বন্দরের সংখ্যা – ৩৪টি। দেশের ৩৪তম
বাংলাদেশে বর্তমানে সার কারখানা রয়েছে ১০টি।
বাংলাদেশে প্রথম সার কারখানা প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
দেশে বর্তমানে মোট সরকারি চিনিকল রয়েছে ১৫টি।
বাংলাদেশে প্রথম চিনিকল স্থাপিত হয় যে জেলায় নাটোর।
বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় – ৩টি।
দেশে মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা – ৬৭৫টি।
বর্তমানে দেশে শিক্ষা বোর্ডের সংখ্যা – ১১টি।
বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা – ৫০টি (২৩/০৩/২০১৯ইং
বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা – ৩২টি।
বিদেশে বাংলাদেশের সূতাবাস রয়েছে ৫৭টি দেশে।
নদীবন্দরটি হলো – মীরসরাই রাসমনি নদী বন্দর (অবস্থান: চট্টগ্রাম জেলা)।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে–৪০টি দেশের
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা – ৪১টি। নিবন্ধন প্রাপ্ত দলের নাম Bangladesh Congress
সর্বশেষ বাংলাদেশের মোট সমুদ্র সীমা – ১.১৮,৮১৩ বর্গ কিলোমিটার
৫৪টি
দক্ষিণ বঙ্গোপসাগরে Swatch of No Ground-5 Marine Protected Area আয়তন – ১,৭৩৮ বর্গ কিলোমিটার।
বাংলাদেশের গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন – ৩৪,১৮৮ বর্গকিলোমিটার।
0 Comments