ড্যাম বা বাঁধ কি ? ড্যাম বা বাঁধ কেন ব্যাবহার করা হয় ?

 ড্যাম বা বাঁধ কি ? 



ড্যাম বা বাঁধ মূলত হচ্ছে পানির অস্বাভাবিক গতি কে আটকানোর জন্য আর সি সি নির্মিত এক ধরনের কাঠামো । কংক্রিট দিয়ে  নদী কিংবা খালের মাঝ বরাবর নির্মিত অবকাঠামোকে ই মূলত ড্যাম বা বাঁধ বলে।


ড্যাম বা বাঁধ কেন ব্যাবহার করা হয় ? 



ড্যাম বা বাঁধ সাধারণত নদী কিংবা খালের অস্বাভাবিক গতি রোধ করে বন্যা কিংবা নদী ভাঙন থেকে কোন অঞ্চলকে নিরাপত্তা দানে নির্মাণ করা হয় ।

কৃষিপ্রধান অঞ্চলে কৃষি জমি চাষের পানির প্রয়োজনীয়তা মেটানোর জন্য নির্মাণ করা হয়ে থাকে । 

বিভিন্ন খরস্রোতা নদীর মাধ্যমে বিদুৎ উৎপাদন করার লক্ষ্যে ও বাঁধ বা ড্যাম নির্মাণ করা হয় ।



Post a Comment

0 Comments