মেশনরি / কন্সটাকশন কাজে ব্যবহৃত হ্যান্ড টুলসের নাম - The Post Books
মেশনরি / কন্সটাকশন/ রাজমিস্ত্রি কাজে ব্যবহৃত হ্যান্ড টুলসের নাম
1. কর্ণি (Trowel): কংক্রিট, প্লাস্টার, গাঁথুনী, নিট সিমেন্ট ফিনিশিং ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
2. বল পিন হ্যামার (Ball Peen Hammer) : ইট ভাঙ্গা, পেরেক লাগানো, আঘাত করা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
3. বাশুলি (Brick Hammer): ক্লোজার ইট তৈরি, দেওয়াল বা ঢালাই পৃষ্ঠ চিপিং করা ইত্যাদি কাজে ব্রিক হ্যামার ব্যবহার করা হয়।
4. ঊষা (Float) : কুৰ্ণি দিয়ে মসলা প্রয়োগ করার পর উষা দিয়ে সমান করা হয়।
5. ওলন (Plumb Bob): লম্বালম্বি সোজা বা উলম্বতা পরীক্ষা করার কাজে ব্যবহার করা হয়।
6. স্পিরিট লেভেল (Spirit Level) : পৃষ্ঠতলের সমতলতা পরীক্ষার কাজে ব্যবহার করা হয়। 7. গুনিয়া (Mason Square) : সমকোন মাপার কাজে ব্যবহার করা হয়।
৪. মেজারিং টেপ (Measuring Tape) : এটা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মাপার জন্য ব্যবহার করা হয়।
9. কোল্ড চিজেল (Cold Chisel) : ইটের দেওয়ালে বা ঢালাইয়ে গর্ত করা, দেওয়ালের জয়েন্টের মসলা কাটা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
10. কোদাল (Spade) : মাটি কাটা, বালি সরানো, মসলা মাখানো ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
11. বেলচা (Shovel): এটা দ্বারা বালি, খোয়া, মসলা, কংক্রিট ইত্যাদি কড়াই এ উঠানো হয়।
12. কড়াই (Mason Pan): মসলা বা কংক্রিট বহন করার কাজে ব্যবহার করা হয়।
13. পাট্টা (Straight edge): দেওয়ালের উপর মসলা প্রয়োগ করার পর এটা দিয়ে প্রাথমিকভাবে সমান করা হয়।
14. Wooden float (উষা)- এটি প্লাস্টার সমান করার কাজে ব্যবহার করা হয়।
0 Comments