বাংলাদেশে কয়টি বিভাগ, জেলা, উপজেলা , সিটি কর্পোরেশন, পৌরসভা,ওয়ার্ড, নদী বন্দর রয়েছে..

 

বাংলাদেশে কয়টি বিভাগ, জেলা,  উপজেলা , সিটি কর্পোরেশন,  পৌরসভা,ওয়ার্ড,  নদী বন্দর রয়েছে..

বাংলাদেশে কয়টি বিভাগ,জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা,ওয়ার্ড,  নদী বন্দর রয়েছে..


বর্তমানে বাংলাদেশে মোট সিটি কর্পোরেশন রয়েছে কতটি

 – ১২টি।


ঢাকার দুই সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কত

– ১২৯টি (ঢাকা উত্তর–৫৪টি এবং ঢাকা দক্ষিণ–৭৫টি)।

বাংলাদেশের সর্বশেষ এবং ৮ম বিভাগের নাম কি

– ময়মনসিংহ।

ময়মনসিংহ বিভাগ কত সালে গঠিত হয়

– বিগত ১৪/০৯/২০১৫ইং তারিখে।

বর্তমানে দেশে মোট উপজেলা রয়েছে কতটি

– ৪৯২টি।

সর্বশেষ ঘোষিত উপজেলার নাম কি

– হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা।

কর্ণফুলী উপজেলা (৪৯০তম) তৈরি করা হয় কোথায়

– চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা ভেঙ্গে।

'তিতাস' উপজেলা কোন জেলায় অবস্থিত

– ব্রাহ্মণবাড়িয়া।

বর্তমানে বাংলাদেশে আবহাওয়া স্টেশন সংখ্যা কয়টি

– ৪৩টি।

বাংলাদেশে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে কতটি

– ০৪টি।

বাংলাদেশে কমিউনিটি রেডিও স্টেশন রয়েছে কতটি

– ৮টি।

বাংলাদেশের রেলওয়ে কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী বর্তমানে রেলওয়ের দৈর্ঘ্য কত ককিলোমিটার

- ২,৯৫৬ কিলোমিটার।

বর্তমানে দেশে নদী বন্দরের সংখ্যা কতটি

– ৩৪টি। দেশের ৩৪তম

বাংলাদেশে বর্তমানে সার কারখানা রয়েছে কতটি

- ১০টি।

বাংলাদেশে প্রথম সার কারখানা প্রতিষ্ঠিত হয় কত সালে

- ১৯৬১ সালে।

দেশে বর্তমানে মোট সরকারি চিনিকল রয়েছে কতটি

=- ১৫টি।

বাংলাদেশে প্রথম চিনিকল স্থাপিত হয় কোন জেলায়

- নাটোর।

বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি

– ৩টি।


দেশে মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি

– ৬৭৫টি।


বর্তমানে দেশে শিক্ষা বোর্ডের সংখ্যা কতটি

– ১১টি।

বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি

– ৫০টি (২৩/০৩/২০১৯ইং


বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা কতটি

– ৩২টি।

বিদেশে বাংলাদেশের সূতাবাস রয়েছে কয় দেশে

- ৫৭টি দেশে।

নদীবন্দরটি হলো – মীরসরাই রাসমনি নদী বন্দর (অবস্থান: চট্টগ্রাম জেলা)।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে কতটি দেশে

–৪০টি দেশের

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি

– ৪১টি। নিবন্ধন প্রাপ্ত দলের নাম Bangladesh Congress

সর্বশেষ বাংলাদেশের মোট সমুদ্র সীমা কত কিলো?

– ১.১৮,৮১৩ বর্গ কিলোমিটার
৫৪টি

দক্ষিণ বঙ্গোপসাগরে Swatch of No Ground-5 Marine Protected Area আয়তন কত

– ১,৭৩৮ বর্গ কিলোমিটার।

বাংলাদেশের গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত

– ৩৪,১৮৮ বর্গকিলোমিটার।


Post a Comment

1 Comments