পাইলিং কি এবং কেন করা হয় ?

পাইলিং কি এবং কেন করা হয় ?

‘পাইলিং’ হচ্ছে বিল্ডিং বা স্থাপনার এক ধরনের ফাউন্ডেশন যা স্থাপনার নিচে মাটির গভীরে লোড স্থানান্তর করে স্থাপনাকে দৃঢ় ভিত্তি প্রদান করে। এটা সাধারণত করা হয়ে থাকে যেসব জমিতে মাটির ভারবহন ক্ষমতা কম কিন্তু স্থাপনাটি বহুতলভিত্তিক। 


পাইলিং তৈরির  যন্রপাতিসমূহ কি কি ?

১।উন্স মেশিন 

২।চিজেল

৩।হপার বা বাকেট

৪।ক্যাসিং পাইপ

৫।ট্রিমি পাইপ

৬।তেপায়া বা দু,পায়া

৭।ড্রিল বিট

৮।ফানেল

৯।মিক্সার মেশিন

১০।ওয়েল্ডিং মেশিন 

১১।পানির পাম্প ইত্যাদি 


পাইলিং  কত প্রকার ও কি কি ?

পাইলিং কয়েক ধরনের হতে পারে। যেমনঃ

১। কাস্ট-ইন-সিটু পাইল

২। স্যান্ড পাইল

৩। প্রি-কাস্ট পাইল

৪। শোর পাইল

৫। টিম্বার পাইল


এগুলোর মধ্যে কাস্ট-ইন-সিটু পাইল সবচেয়ে বেশী প্রচলিত। এটা সাধারনত সিলিন্ডারাকৃতির হয়ে থাকে যার ব্যাস বা ডায়া ১৮ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত হয়। তবে ক্ষেত্রবিশেষে এটা আরো বেশি হতে পারে। আর দৈর্ঘ্য  নির্ভর করে মাটির লেয়ারের উপর যা সয়েল টেস্ট রিপোর্টে পাওয়া যায়। বাংলাদেশে বেশিরভাগ বহুতল স্থাপনার ভিত্তিতে এই পাইলিং ব্যবহৃত হয়েছে।


স্যান্ড পাইলের ধারণাটি অপেক্ষাকৃত নতুন হলেও ক্ষেত্রবিশেষে এটি বেশ কার্যকর। সাধারনত কম তলা বিশিষ্ট স্থাপনা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে স্যান্ড পাইল করে সেটা বৃদ্ধি করা যায়। তবে অনেক তলাবিশিষ্ট ভবনের ক্ষেত্রে এটি ব্যাবহার করা যায় না।


প্রি-কাস্ট পাইলের ক্ষেত্রে সম্পুর্ন পাইল আগে কাস্টিং বা ঢালাই করা হয় সুবিধামত স্থানে (মাটির অভ্যন্তরে নয়) । তারপর এট মেশিনের সাহায্যে বা হ্যামারিং করে সাইটের ভূমিতে যথাস্থানে ঢোকানো হয়।


শোর পাইল করা হয় মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করার জন্য। যেই সমস্ত স্থাপনায় বেসমেন্ট থাকে, কিংবা অন্য কোন কারনে মাটি কাটতে হয়, সেখানে পাশের মাটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এই ব্যবস্থা করা হয়। এটার সাথে শেয়ার ওয়ালের তুলনা করা যায়। এটা প্রি কাস্ট বা কাস্ট ইন সিটু বা টিম্বার পাইল হতে পারে।


টিম্বার পাইল হলো গাছকে (সাধারণত শাল গাছের কান্ড) পাইল হিসেবে ব্যবহার করা। এটা ব্যবহার করা হয় কমতলা বিশিষ্ট ভবনে।



পাইল সম্পর্কে ধারণা এবং প্রয়োজনীয় তথ্যঃ-


০১। ২০" ডায়া পাইল এ ১৮" চিজেল ব্যবহার করতে হবে।

০২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম ট্রিমি পাইপ।

০৩।  আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।

০৪। ট্রিমি পাইপের ডায়া  ৬" থেকে ৭"

০৫। প্রজেক্টের সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।

০৬।পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1: 1.5: 3 হয়ে থাকে।

০৭। কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।

০৮।একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ১০' হতে হবে ।

০৯। পাইলের দৈর্ঘ্য  ৫০ ফুটের নিচে হলে একদিনে  তিনটা এবং ৫০ ফুটের উপরে হলে দুইটা করা যেতে পারে।

১০।একটি পাইল প্রতি বর্গফুটে যতটুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।

১১।ক্লিয়ার কভারিং ৩"



Post a Comment

0 Comments