বাড়ি নির্মাণে প্রয়োজনীয় টেকনিক্যাল বিষয়সমূহ - The Post Books

 



বাড়ি নির্মাণে প্রয়োজনীয় টেকনিক্যাল বিষয়সমূহ

1. স্পেসিফিকেশন কি?

উত্তরঃ কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে, তার বিস্তারিত যে নির্দেশিকায় লিখা থাকে, তাকে Specification বলে।

2. সিডিউল কি?

উত্তরঃ যে নির্দেশিকায় Specification, BOQ ও Rate সহ লিখা থাকে,তাকে

সিডিউল বলে। 3. Project Launch করতে হলে কি কি দরকার হবে?

উত্তরঃ জায়গা, ড্রইং, ডিজাইন, ডিসিশান, লোকবল ও প্রয়োজনীয় মালামাল।

4. Layout কি?

উত্তরঃ ড্রইং সিটে যে ড্রইং করা আছে, হুবুহুব সে ড্রইংটি field-এর মধ্যে measurement অনুসারে নামিয়ে আনাকে বা সেট করাকে Layout বলে। Layout করার সময় অবশ্যই সোজা wall থেকে আরম্ভ করতে হবে।

5. Grid line কাকে বলে?

উত্তরঃ কাজ করার সুবিধার জন্য ড্রইং-এ নির্দিষ্ট দূরে দূরে উত্তর-দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয়, তাকে Grid line বলে, অথাৎ Grid line হচ্ছে

referance line. ইহা কখনও সেন্টার লাইন হতে পারে না।

6. Centre Line কাকে বলে?

উত্তরঃ Centre শব্দের অর্থ মাঝ বরাবর অর্থাৎ যে রেখা কলাম বা ফুটিং-এর ঠিক মাঝখান বরাবর টানা হয়, তাকে Centre Line বলে। Centre Line অবশ্যই ঐ member-এর Centre দিয়ে যাবে। ইহাকে Grid line হিসাবে ধরা যেতে পারে।

7. একটি কলাম, ফুটিং-এর কোন স্থানে বসবে?

উত্তরঃ কলামের Centre Line এবং ফুটিং এর Centre Line অবশ্যই এক বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণে এর ব্যতিক্রম হতে পারে, অন্যথায় নয়।

8. Layout করার সময় কিভাবে মাটাম পরীক্ষা করা যাবে?

উত্তরঃ সুতার সাহায্যে একটি সমকোনী ত্রিভূজ তৈরী করতে হবে, যার দুইটি বাহুর পরিমাপ যথাক্রমে ৩ ফুট, ৪ফুট এবং এর অতিভূজের পরিমাপ ৫ফুট, এর সাহায্যে যে কোন কর্ণার এ ৯০° চেক করা যাবে।

9. Pile layout কি ভাবে করতে হবে?

উত্তরঃ Building layout final করার পর pile layout দিতে হবে। Drawing অনুসারে Pile Point দিতে হবে। Pile point ঠিক রাখার জন্য প্রতি point এ একটি করে 8/10mm rod একফুট পরিমাণ পুঁতে দিতে হবে। Rod টি I" বা 1½" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে, যেন Pile point টি ঠিক স্থানে এবং কাঁদার মধ্যেও বাহির করা যায়।

10. পাইল কত প্রকার ও কি কি?

উত্তরঃ কার্যপ্রণালীর উপর নির্ভর করে পাইলকে 3 ভাগে ভাগ করা যায়

(a) ফাংশন অনুযায়ী (b) ড্রাইভিং অনুযায়ী (c) অনুযায়ী

Classification (d) According to driving অনুযায়ী আবার পাইলকে ২ ভাগে ভাগ করা যায়ঃ- (i) Pre-Cast Pile (ii) Cast-in-Situ Pile

11. 18" ডায়া Pile-এর জন্য কতটুকু চিজেল ব্যবহার করতে হবে?

উত্তরঃ 16" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।

12. যে পাইপ দ্বারা Pile ঢালাই করা হয়, তার নাম কি?

উত্তরঃ ত্রিমি পাইপ।

13. ত্রিমি পাইপের ডায়া কত?

উত্তরঃ ত্রিমি পাইপের ডায়া 6" হতে 7"

14. কত সময় বোরিং ওয়াস করতে হবে?

উত্তরঃ কমপক্ষে আধা ঘন্টা অর্থাৎ যত সময় পানিতে কাঁদা আসে তত সময় ওয়াসিং
করতে হয়।

15. এগ্রিগ্রেড হিসাবে Pile-এ কি ব্যবহার করা হয় এবং proportion কত?

উত্তরঃ Pile-এ এগ্রিগ্রেড হিসাবে Stone chips/ Singles ব্যবহার করা হয়ে থাকে ইহার proportion সাধারনত 181,83 হয়ে থাকে।

16. কাট-অফ-লেভেল কেন কম রেসিওতে কাস্টিং করা হয়?

উত্তরঃ কাস্টিং করার পর কাট-অফ-লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেই জন্য কম রেসিওতে অর্থাৎ 1:2:4 অথবা 1:386-এ কাস্টিং করতে হয়।

17. একটি Pile বোরিং করার পর কতটুকু দূরে পরের Pile টি করা যেতে পরে?

উত্তরঃ একটি পাইল হতে আর একটি বোরিং-এর দূরত্ব কমপক্ষে 6' হতে হবে, বেশী হলেও আরও ভাল হয়।


18. এক দিনে একটি মেশিনে সাধারণত কয়টি Pile করতে পারে?

উত্তরঃ 50 ফুটের নীচে হলে 3 টা, এবং 50 ফুটের উপরে হলে 2 টা করা যেতে পরে।

19. Pile-এর ভারবহন ক্ষমতা বলতে কি বুঝায়?

উত্তরঃ একটি Pile প্রতি বর্গফুটে যতটুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে Pile-এর ভারবহন ক্ষমতা বলে।

20. Pile কেন ব্যবহার করা হয়? Pre-cast Pile স্থানান্তর করার সময় কি কি লক্ষ্য
রাখতে হয়?


উত্তরঃ মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম হলে Pile ব্যবহার করতে হয়। Pre-cast Pile স্থানান্তার করতে দুইটি দিক বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে। প্রথমতঃ Pre-cast Pile স্থানান্তর করার সময় ভেঙ্গে যেতে পারে, সে জন্য Pile-এর C.G ঠিক করে ওয়্যার বাঁধতে হবে। দ্বিতীয়তঃ Pile টি স্থানান্তরের সময় accident হতে পারে, সে দিকে
লক্ষ্য রাখতে হবে।

21. ফুটিং-এর মাটি কাটার পূর্বে একজন ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?

উত্তরঃ যে ফুটিং-এর গভীরতা বেশী সেই ফুটিং-এর মাটি সবার আগে কাঁটিতে হবে
এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।

22. Safe Bearing Capacity of Soil কি?

উত্তরঃ এক বর্গফুট জমির উপর যতটা ওজন নির্ভয়ে চাপানো যায় অর্থাৎ যতক্ষন পর্যন্ত ফাউন্ডেশন বসে যাওয়ার ভয় না থাকে, সেই সর্বোচ্চ ওজনকে বলা হয়, ঐ মাটির ভারবাহী ক্ষমতা বা Safe Bearing Power of Soil

23. শোরিং কি?

উত্তরঃ রাস্তা বা নেওলের মাটিকে বাঁধা দেওয়ার জন্য ইহার দুই পাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, এই পদ্ধতিকেই শোরিং বলে।

24. Vibrator roller-এর বিশেষত্ব কি?

উত্তরঃ rollerএকটি যন্ত্র বিশেষ। যাহা চালু করার পর অনবরত vibrate করতে থাকে ইহার ফলে ঘরের মেঝে, রাস্তার মাটি ও বালি proper compaction হয়।

25. Foundation কাকে বলে?

উত্তরঃ Foundation বিল্ডিং-এর সবচেয়ে নিচের অংশ, যাহা বিল্ডিং-এর উপর অর্পিত সমস্ত লোড বহন করে মাটির মধ্যে সমভাবে পৌঁছিয়ে দেয়। ফুটিং অবশ্যই শক্ত
মাটির উপর বসাতে হবে।

26. Footing সাধারণত কত প্রকার?

উত্তরঃ Footing সাধারণত 3 প্রকার (a) Spread footing (b) Combined
ফুটিং, (গ) মাদুর/ ভেলা ফুটিং।

27. R.C.C কাকে বলে?

উত্তরঃ R.C.C মানে Reinforcement Cement Concrete অর্থাৎ concrete-এর সাথে steel ব্যবহার করা হলে তাকে R.C.C বলে। ইহা টান ও চাপ উভয়ই সহা করতে পারে।

28. ফেরো Cement কি?

উত্তরঃ Expended metal বা coil rod দ্বারা খাচা তৈরি করে এর উপর cement ও Sylhet sand দিয়ে হালকা কাষ্টিং করাকে ফেরো-Cement বলে। ইহা 1" হতে 2" পর্যন্ত wall thickness তৈরি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

29. কিউরিং কি? কেন করা হয়?

উত্তরঃ কংক্রিট, Brick work ও plastering-এর মসল্লায় যাহাতে ডিহাইড্রেশন না হতে পারে তার জন্য ঐ স্থানে দিনে তিন/চার বার পানি দিতে হয়। এই পানি দেওয়াকে কিউরিং বলে। কিউরিং করার ফলে কংক্রিট বা মসল্লার মধ্যে ডিহাইড্রেশন হতে পারে না, ফলে মসল্লার মধ্যে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়ে নির্মাণ সামগ্রী শক্ত ও মজবুত হয়। স্থান গুলো পানি দিয়ে ডুবিয়ে কিউরিং করা উত্তম, কিন্তু যেখানে (খাড়া মেম্বার গুলিতে) পানি দিয়ে ডুবানো সম্ভব নয়, সেখানে ভেজা চটের ছালা, কচুরিপানা বা খড়কুটা ইত্যাদি দিয়ে কিউরিং করা যেতে পারে।

30. সেগরিগেশন কি?

উত্তরঃ কংক্রিটে Water cement ratio বেশি হলে মিক্সার মেশিন হতে ফেলার পর বা উপর হতে ঢালাইকৃত স্থানে ফেলার পর সিমেন্ট-বালু, খোয়া হতে আলাদা হয়ে যায়, তাকে সেগরিগেশন বলে।

31. ব্লিডিং কি?

উত্তরঃ ব্লিডিং এক প্রকার সেগরিগেশন অর্থাৎ কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে যায়, তাকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট হানিকম ও ইহার উপরিতলে হেয়ার ক্র্যাক দেখা দিতে পারে।

32. 100 cft ( ঘনফুট) কাজের জন্য কংক্রিটের উপাদান গুলি বাহির কর, যার অনুপাত 1:284।

উত্তরঃ Dry condition = 100 cft. Wet condition 100 × 1.5 = 150 cft
সিমেন্ট = 150X1 x 0.8
1+2+4 150x2 = 17.5 ব্যাগ
Sand] = 1+2+4 = 48 cft

33. Column কত প্রকার ও কি কি?

উত্তরঃ Column প্রধানত 2 প্রকার যথা:- (a) Tied column. (b) Spiral column.

34. কংক্রিট-এর উপাদান গুলির নাম লিখ?

উত্তরঃ কংক্রিট-এর উপাদান ৪ টি যথা:

(ক) প্রধানউপাদান বা কোর্স এগ্রিগেট (স্টোন চিপস/ ব্রিক চিপস)

(খ) ক্ষুদ্রতম উপাদান বা ফাইন এগ্রিগেট (বালু)

(গ) জমাট বাঁধানো উপাদান (সিমেন্ট)

(ঘ) পানি

উত্তরঃ 100
পাথর = 150x4 2+4 = 90 cft

Tied column ও Spiral column-এ


উত্তরঃ খাবার যোগ্য বা তার কাছাকাছি পানি ব্যবহার করতে হয়।


35. কংক্রিট উপাদানের রাজা কে?

উত্তরঃ কোর্স এগ্রিগেট (স্টোন চিপস/ব্রিক চিপস) কে কংক্রিট উপাদানের রাজা বলা


36. 200 cft তে 2% rod ব্যবহৃত হলে রডের পরিমান বাহির কর কেজিতে)?

উত্তরঃ 200 x 2 x 490 = 1960 lbs (পাউন্ড) x 0.45 = 882kg.

37. R.C.C কাজে কি ধরনের পানি ব্যবহার করতে হয়?

উত্তরঃ 22/23 লিটার পানি লাগে।

38. R.C.C কাজে প্রতি ব্যাগ সিমেন্টে কতটুকু পানি লাগে?

Water = আমরা জানি, প্রতি ব্যাগে সিমেন্টে পানি লাগে = 23 লিটার

সুতরাং, 23 × 17.5 402.5 Litre, Say 402 litre

39. High strength steel-এর সাথে কি ধরনের concrete ব্যবহার করতে হয়?

উত্তরঃ High strength steel-এর সাথে high strength concrete ব্যবহার করা হয়।

40. Water cement ratio কি?

উত্তরঃ Water ও Cement-এর অনুপাতকে Water cement ratio বলে।

41. Water cement ratio পরিমাণ সাধারণত কত?

উত্তরঃ Water cement ratio মান 0.4 হতে 0.5 42.
কনক্রিট - এর মিশ্রিত পানির ওজন


41.1 ওয়াটার সিমেন্ট রেশিও কি ভাবে বাহির করা হয়?
উত্তরঃ Ratio = <=0.5 সমপরিমাণ কনক্রিট-এ সিমেন্ট-এর ওজন

43. কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কি করতে হবে?

উত্তরঃ Water cement ratio ঠিক রাখার জন্য cement মিক্সিং করে কংক্রিটকে ঢালাই উপযোগী করতে হবে।

44. Slump Cone-এর সাইজ কত?

উত্তরঃ Slump Cone-এর উপরের মাথা 4" নীচের মাথা 8" এবং উচ্চতা 12"

45. Cylinder-এর সাইজ কত?

উত্তরঃ Cylinder-এর সাইজ দুই ধরণের হয়ে থাকে :
(ক) 6" ডায়া12" লম্বা। (পূর্বের সাইজ) (খ) 4" ডায়া 8" লম্বা। (বর্তমানে ব্যবহার করা হয়)

46. Rod test এর sample কিভাবে পাঠাতে হবে?

উত্তরঃ এক মিটার লম্বা একই ডায়ার ৩ টা রড কেঁটে পাঠাতে হবে।

47. সিমেন্টের বিভিন্ন পরীক্ষা গুলি কি কি?

উত্তরঃ সিমেন্টের অনেক পরীক্ষা করা যায় যেমনঃ (1) Compressive strength

(2) বন্ধন শক্তি, (3) প্রাথমিক সেটিং সময় (4) চূড়ান্ত সেটিং সময়

(5) সূক্ষ্মতা পরীক্ষা ইত্যাদি

48. ACI code অনুযায়ী দুইটি রডের মধ্যে দূরত্ব Slab-এর ক্ষেত্রে কত হতে পারে?

উত্তরঃ Slab বা ছাদের thickness-এর দ্বিগুনের সমান অর্থাৎ 5" স্ল্যাব-এর জন্য 9" থেকে 10" দূরত্বে ব্যবহার করা যেতে পারে।

49. কোন কাজে কিউরিং Period কত?

উত্তরঃ (ক) আর.সি.সি কাজের জন্য কমপক্ষে ২৮ দিন কিউরিং করলে ভালে হয়। (খ) Brick wall-এর জন্য 07 দিন। (গ) Plastering এর জন্য 07 দিন।

50. কোথায় রডের ল্যাপিং বা joint দিতে হবে?

উত্তরঃ (ক) কলামের জন্য ছাদের উপর বা নীচের দিকে L/4-এর বাইরে অর্থাৎ মাঝখানে joint দিতে হবে।

(খ) বীমের জন্য বটম রডে Span-এর L/3 মধ্যে এবং টপ রডে Span-এর L/3 পরে মাঝের অংশে ল্যাপিং দিতে হবে।

(গ) Slab-এ বটম রডের ল্যাপিং দিতে হবে কলাম ট্রিপের মধ্যে এবং ক্র্যাং রডে টপে ল্যাপিং দিতে হবে middle ট্রিপের মধ্যে। Extra top-এ কোন ল্যাপিং দেওয়া যাবে না।

51. Tied rod- নূন্যতম কয়টি Vertical rod দিতে হবে?

Tied rod-এ নূন্যতম 4 টি vertical rod ব্যবহার করা হয়। Spiral column-এ নূন্যতম 6 টি vertical rod ব্যবহার করা হয়। আমাদের মনে রাখতে হবে column এ কখনও 16mm ডায়ার নীচে রড ব্যবহার করা যাবে না।

NEXT PAGE....... 

Post a Comment

0 Comments