বাঞ্ছারামপুর by হৃদয় চন্দ্র বিশ্বাস - The Post Books

  



  বাঞ্ছারামপুর  

                 হৃদয় চন্দ্র বিশ্বাস 
---------------------------------
      তিতাস নদী পার হয়ে যায় 
      নয় আর বেশী দূর, 
      একটু খানী এগিয়ে গেলে
      গ্রাম বাঞ্ছারামপুর।

      স্বপ্নের গ্রাম বাঞ্ছারামপুর
      সবাই সেটা জানে,
      ঝগড়া বিভ্রাট করা নিষেধ
      সবাই সেটা মানে।

      সব মানুষই কর্মজীবী
      অলস নেই কেউ,
      কাজের মাঝেতে তারা
      ফাকি দেয়না কখনো।
  
      শিক্ষা সমৃদ্ধ বাঞ্ছারামপুর
      ঈশ্বরেরই দান,
     সেই শিক্ষা বাস্তবায়ন করতে
     শেখ হাসিনা দিতে পারে তার প্রাণ।

     শিক্ষার মতো পবিত্র আলো
     সব ঘরে জ্বালিয়ে দাও,
     বাঞ্ছারামপুর গ্রামকে তোমরা
     উন্নয়নের শিখড়ে নিয়ে যাও।


    হৃদয় চন্দ্র বিশ্বাস 




Post a Comment

0 Comments