বদনাম
বদনাম হয়ে যাবে আমার,
হোক না!
তোমায় ভালোবেসে?
তোমায় ভালোবাসলে
চাঁদ আমার,মহাকাশ, মহাপৃথিবী আমার।
তোমার গালের ছোট্ট তিল,
তোমার ললাটের ছোট্ট টিপ,
তোমার ষ্পর্শ, অনুভূতি, শিহরণ আমার।
গোধূলির সূর্য আমার
সারাটা রাত আমার।
মহাকাল আলাদা করতে পারবেনা তোমায়
যদি ভালোবাসো আমায়।
তোমায় ভালোবেসে
বদনাম গায়ে মেখে
নিখোঁজ হবো তোমার শহরে।
লাবিব রহমান
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
1 Comments
ভালো
ReplyDelete