যখন প্রশ্ন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তখন কিছু প্রশ্নের উত্তর না জানলে হয় ??
সিভিল ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর -
১) কোন এলাকার রানঅফ ও বৃষ্টিপাতের অনুপাতের হারকে কি বলে?
উত্তরঃ রানঅফ সহগ
২) নিরাপত্তার জন্য বাধ এলাকায় অতিরিক্ত পানি অপসারণের জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে কি বলে?
উত্তরঃ স্পিলওয়ে
৩) মাটির বাধের সর্বাধিক উচ্চতা কত হতে পারে?
উত্তরঃ ৩০ মিটার
৪) খাল বা অন্য কোন খনন প্রক্রিয়ার মাটি খননের গভীরতাকে কি বলে?
উত্তরঃ সাক্ষী
৫) ফিস ল্যাডারে পানির গতিবেগ কত?
উত্তরঃ ৩ মিটার/সেকেন্ড
৬) বাংলাদেশের সমভূমি অঞ্চলে কোন সেচ পদ্ধতি উপযোগী?
উত্তরঃ পিরিনিয়াল পদ্ধতি
৭) বাংলাদেশে বহুল প্রচলিত ও জনপ্রিয় সেচ পদ্ধতি কি?
উত্তরঃ দোন
৮) অগভীর নলকুপের সাহায্যে কত গভীরতাত পানি উত্তোলন করা যায়?
উত্তরঃ ৪০ থেকে ৫০ মিটার
৯) জমিতে বীজ বপন থেকে শুরু করে শস্য অপরিপক্ক করার সময় পর্যন্ত ব্যাবহৃত মোট পানির গভীরতাকে কি বলে?
উত্তরঃ ডেল্টা
১০) বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
উত্তরঃ গঙ্গা-কপোতাক্ষ
0 Comments