বাংলাদেশের ভৌগলিক পরিচিতি ও সীমানা
বাংলাদেশের সাংবিধানিক নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The People's
Republic of Bangladesh) (সংবিধানের ১ নং অনুচ্ছেদ)
বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী- চট্টগ্রাম। বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করা হয় ২৬শে মার্চ এবং
বিজয় দিবস পালিত হয় ১৬ই ডিসেম্বর।
Republic of Bangladesh) (সংবিধানের ১ নং অনুচ্ছেদ)
বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী- চট্টগ্রাম। বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করা হয় ২৬শে মার্চ এবং
বিজয় দিবস পালিত হয় ১৬ই ডিসেম্বর।
ভৌগলিক পরিচিতি
দক্ষিণ এশিয়ার উত্তর-পূর্বে ২০°৩৪″ উত্তর অক্ষরেখা হতে ২৬°৩৮´ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১´ পূর্ব দ্রাঘিমা রেখা হতে ৯২°৪১″ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বাংলাদেশের অবস্থান।বাংলাদেশের মাঝখান দিয়ে (মুন্সিগঞ্জ) অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (৫৬,৯৭৭) বর্গ মাইল । আয়তনের ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান- ৯০তম। অসংখ্য নদ-নদী পরিবেষ্টিত বাংলাদেশ প্রধানত সমতল ভূমি, পূর্ব ও দক্ষিণপূর্বে পাহাড়ি ভূমি। দেশের উল্লেখযোগ্য নদ-নদী হলো- পদ্মা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা, মেঘনা ও কর্ণফুলী।
বাংলাদেশের সীমানা,
পশ্চিমে -- ভারতের পশ্চিমবঙ্গ
পূর্বে -- ভারতের ত্রিপুরা, আসাম, মিজোরাম
উত্তরে -- পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়
দক্ষিণে -- বঙ্গোপসাগর
বাংলাদেশের সাথে সীমানা রয়েছে দু'টি দেশের(ভারত ও মিয়ানমার) । ভারতের সাথে সীমারেখা রয়েছে ৩৭১৫ কি. মি. জুড়ে এবং মিয়ানমারের সাথে ২৮০ কি. মি. জুড়ে। বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য ৪৭১২ কি. মি. । বাংলাদেশের সমুদ্র সীমা ৭১৬ কিলোমিটার ধরে বিস্তৃত এবং রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
দক্ষিণে -- বঙ্গোপসাগর
বাংলাদেশের সাথে সীমানা রয়েছে দু'টি দেশের(ভারত ও মিয়ানমার) । ভারতের সাথে সীমারেখা রয়েছে ৩৭১৫ কি. মি. জুড়ে এবং মিয়ানমারের সাথে ২৮০ কি. মি. জুড়ে। বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য ৪৭১২ কি. মি. । বাংলাদেশের সমুদ্র সীমা ৭১৬ কিলোমিটার ধরে বিস্তৃত এবং রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।
সর্ব দক্ষিণের সীমানা :
জেলা: কক্সবাজার
সর্ব দক্ষিণের সীমানা :
জেলা: কক্সবাজার
উপজেলা: টেকনাফ
স্থান: ছেঁড়াদ্বীপ
স্থান: ছেঁড়াদ্বীপ
সর্ব উত্তরের সীমানা
জেলা: পঞ্চগড়
উপজেলা: তেঁতুলিয়া
উপজেলা: তেঁতুলিয়া
স্থান: বাংলাবান্ধা / জায়গীরজোেত
উপজেলা: – থানচি
স্থান: আখাইনঠং
সর্ব পূর্বের সীমানা
জেলা: বান্দরবানউপজেলা: – থানচি
স্থান: আখাইনঠং
সর্ব পশ্চিমের সীমানা
জেলা: চাঁপাইনবাবগঞ্জউপজেলা: শিবগঞ্জ
স্থান: মনাকশা
The Post Books
Collected Form Online
0 Comments