Movie Review
নামঃ Ishq Jalebi
ভাষাঃ উর্দু(পাকিস্তান)
পর্ব সংখ্যাঃ ৩৩
ধরনঃ রোমান্টিক,কমেডি এবং ফ্যামিলি ড্রামা।
Imdb রেটিংঃ ৯.৩/১০
পারসোনাল রেটিংঃ ১০/১০
Lead Cast: Wahaj Ali as Basim, Madiha Imam as Bela.
পুরো ড্রামা দেখে একটা কথাই মাথায় আসবে Beautifully Happy Ending Drama Ever. সত্যিই গল্পের শেষদিকে এসে সবার ভুলবোঝাবুঝি মিটে যাওয়া,নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়া,যার যার নিজের পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে পাওয়া এবং সব ঝামেলা মিটে যাওয়ার পর পুরো পরিবারের হ্যাপি মোমেন্ট বেশ খানিকক্ষণ ধরে দেখিয়ে গল্প শেষ করাটা আমার বেশ ভালো লেগেছে। অন্যান্য অনেক ড্রামায় দেখেছি পুরো ড্রামায় ঝামেলা দেখিয়ে লাস্ট এপিসোডে এসে তারাহুরো করে শেষ করে দেয়। কিন্তু এই ড্রামায় সম্পূর্ণ ব্যতিক্রম।
আমার দেখা এ পর্যন্ত সব ফ্যামিলি ড্রামার মধ্যে এটা সবচেয়ে বেস্ট ছিলো। রোমান্টিক আর কমেডি জনরার এই ফ্যামিলি ড্রামাটা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। সব গুলো চরিত্রের প্রেমে পড়ে যাবেন।
এবার গল্পে আসি, Babbu & Boota Sweets এর মালিক Mohammad Boota সাহেবের করাচিতে বেশ ভালোই মিষ্টির বিজনেস রয়েছে। তার দুই ছেলে, দুই মেয়ে।দুই ছেলে বিয়ের পর বউদের বারবার খোঁচানিতে বিদেশে সেটেলড হওয়ার জন্য বাবার অমতে ফ্রড করে বিদেশে চলে যায় আর মায়ের মৃত্যুতেও দেশে ফিরে আসে না। তাই বুটা সাহেব ওরফে বাবুজি অভিমানে ছেলেদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তার দুই মেয়ের মধ্যে এক মেয়ে আর জামাই অকালে মারা যায় এরপর থেকে তাদের মেয়ে আর গল্পের নায়িকা বেলা তার বাবুজির কাছেই মানুষ হয়। আর অপর মেয়ে আর জামাই বাবুজির দেখাশোনা করার জন্য বাবার বাড়িতেই থাকে এবং তাদের ছেলে মানে গল্পের নায়ক বাসিম ও ছোটবেলা থেকেই নানাবাড়িতে মানুষ হয়ে উঠে। বেলার খালা খালু বেলাকে নিজের মেয়ের মতই ভালোবাসেন।বেলা আর বাসিম দুজন ছোটবেলা থেকে নানাবাড়িতেই বড় হয় আর বেস্ট ফ্রেন্ড হয়ে উঠে। বেলা বাসিমকে মনে মনে ভালোবাসতো কিন্তু বাসিম সেটা কখনো খেয়াল করেনি। আর খেয়াল করার প্রশ্নও আসে না কারন বেলা তার মামা-মামীদের মত তার নানাকে ছেড়ে বিদেশে গিয়ে থাকতে পারবে না আর বাসিম তো ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে বিদেশে গিয়েই বিয়ে করে ওই দেশের ন্যাশনালিটি নিয়ে সেটেলড হবে।
এরই মাঝে বাবুজির অসুখের কথা শুনে নিজেদের সম্পত্তির ভাগ নিতে বিদেশ থেকে দেশে ফিরে আসে বেলার মামা-মামীরা আর করোনার কারনে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানে আটকে পড়ে। বেলা আর বাসিমের জীবনে তাদের আরো দুজন কাজিন ভিকি আর ইশা আসে এরপর থেকেই ওদের প্রেমের সূত্রপাত ঘটে।
বেলা অত্যন্ত শান্ত স্বভাবের ঘরোয়া মেয়ে যে মনে মনে তার খালাতো ভাই বাসিম কে ভালোবাসে কিন্তু বলতে পারে না। বাড়ির সবার খেয়াল রাখা আর ফ্রি টাইমে কেক তৈরী করা বেলার প্রধান কাজ হলেও সে স্বপ্ন দেখে ওয়েডিং প্ল্যানার হওয়ার।
বাসিমের স্বপ্ন হলো বাবুজির মিষ্টির বিজনেস থেকে স্বাধীন হয়ে বিদেশী ন্যাশনালিটি প্রাপ্ত কোনো মেয়েকে বিয়ে করে বিদেশে সেটেলড হওয়া। কিন্তু যখন সে জানতে পারবে সে বেলাকে ভালোবেসে ফেলেছে তখন কি সত্যিই বিদেশে যেতে পারবে?
সবগুলো চরিত্র আমার ভীষন ভালো লেগেছে। গল্পের শেষে এন্ট্রি নিলেও গুল্লু চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং ছিলো।
Ost Song টাও সুন্দর ছিলো এবং এখনো কানে বাজছেঃ Morey Piya piya re...Suun Piya piya re...
Must Watch একটা ড্রামা, যারা এখনো দেখেন নি দেখতে পারেন❣️
Happy Watching (Available on YouTube) 💖
Review written by : Areesha Anam
0 Comments