
এক নজরে বাংলাদেশ -
ঢাকা জেলা
ঢাকা জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৭৭২ সালে ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় ।
ঢাকা জেলার আয়তন কত?
১,৪৯৭.১৭ বর্গ কিলোমিটার ।
ঢাকা জোলার সীমানাবর্তী জেলার নাম কি?
ঢাকা জেলার
- পূর্বে নারায়ণঞ্জ জেলা
- পশ্চিমে মানিকগঞ্জ এবং ফরিদপুর জেলা
- উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা
- দক্ষিণে মুন্সিগঞ্জ ও রাজবাড়ি জেলা
ঢাকা জেলায় উপজেলা কতটি ?
ঢাকা জেলায় ৫ টি উপজেলা রয়েছে
- কেরানীগঞ্জ
- সাভার
- ধামরাই
- নবাবগঞ্জ
- দোহার
ঢাকা জেলায় মেট্রোপলিটন পুলিশ থানা কতটি ?
ঢাকা জেলায় মেট্রোপলিটন পুলিশ থানা ৭ টি
- সাভার
- ধামরাই
- নবাবগঞ্জ
- দোহার
- দক্ষিণ কেরাণীগঞ্জ
- কেরাণীগঞ্জ
- আশুলিয়া
ঢাকা জেলায় মেট্রোপলিটন থানা কতটি ?
ঢাকা জেলায় মেট্রোপলিটন থানা ৫০ টি
উত্তরা বিভাগ
১, তুরাগ২, উত্তরা(পশ্চিম)৩, উত্তরা(পূর্ব)৪, উত্তরখান৫, দক্ষিণখান৬, বিমানবন্দর
গুলশান বিভাগ
৭,খিলক্ষেত৮, ভাটারা৯, বাড্ডা১০, গুলশান১১, বনানী১২, ক্যান্টনমেন্ট থানা
তেজগাঁও বিভাগ
১৩, হাতিরঝিল১৪, তেজগাঁও শিল্পাঞ্চল১৫, তেজগাঁও১৬, শেরেবাংলা নগর১৭, মোহাম্মদপুর১৮, আদাবর
মিরপুর বিভাগ
১৯, ভাষাণটেক২০, কাফরুল২১, মিরপুর মডেল২২, পল্লবী২৩, দারুচ্ছালাম২৪, শাহ্আলী২৫, রুপনগর
রমনা বিভাগ
২৬, রমনা মডেল২৭, শাহবাগ২৮, কলাবাগান২৯, নিউ মার্কেট৩০, ধানমন্ডি৩১, হাজারীবাগ
মতিঝিল বিভাগ
৩২, মতিঝিল৩৩, পল্টন মডেল৩৪, শাহজাহানপুর৩৫, সবুজবাগ৩৬, মুগদা৩৭, খিলগাঁও৩৮, রামপুরা
ওয়ারী বিভাগ
৩৯, ওয়ারী৪০, গেন্ডারিয়া৪১, শ্যামপুর৪২, কদমতলী৪৩, ডেমরা৪৪, যাত্রাবাড়ী
লালবাগ বিভাগ
৪৫, কোতয়ালী৪৬, সুত্রাপুর৪৭, বংশাল৪৮, চকবাজার৪৯, লালবাগ৫০, কামরাংগীরচর
ঢাকা জেলায় ইউনিয়ন কতটি/
ঢাকা জেলায় ইউনিয়ন ৭৯ টি
সাভার উপজেলার ইউনিয়ন মোট ১২টি:
১, সাভার সদর২, ভাকুর্তা,৩, কাউন্দিয়া,৪, বনগাঁও,৫, আশুলিয়া,৫, তেঁতুলঝোড়া,৭, ইয়ারপুর,৮, পাথালিয়া,৯, ধামসোনা,১০, শিমুলিয়া,১১, আমিনবাজার,১২, বিরুলিয়া।
দোহার উপজেলার ইউনিয়ন মোট ৮টি:
১৩, নয়াবাড়ী,১৪, কুসুমহাটি,১৫, রাইপাড়া,১৬, সূতারপাড়া,১৭, নারিশা,১৮, মুকসুদপুর,১৯, মাহমুদপুর,২০, বিলাসপুর।
নবাবগঞ্জ উপজেলার ইউনিয়ন মোট ১৪টি:
২১, বক্সনগর,২২, বারুয়াখালী,২৩, কলাকোপা,২৪, চূড়াইন,২৫, গালিমপুর,২৬, কৈলাইল,২৭, শোলস্না,২৮, নয়নশ্রী,২৯, জয়কৃষ্ণপুর,৩০, বাহ্রা,৩১, বান্দুরা,৩২, আগলা,৩৩, শিকারীপাড়া,৩৪, যন্ত্রাইল।
কেরানীগঞ্চ উপজেলার ইউনিয়ন মোট ১২টি:
৩৫, আগানগর,৩৬, কোন্ডা,৩৭, কলাতিয়া,৩৮, তারানগর,৩৯, শাক্তা,৪০, কালিন্দী,৪১, বাস্তা,৪২, রোহিতপুর,৪৩, জিনজিরা,৪৪, শুভ্যাঢা,৪৫, তেঘরিয়া,৪৬, হযরতপুর।
ধামরাই উপজেলার ইউনিয়ন মোট ১৬টি:
৪৭, ধামরাই,
৪৮, আমতা,৪৯, কুশুরা,৫০, গাংগুটিয়া,৫১, সূতিপাড়া,৫২, ভাড়ারিয়া,৫৩, বালিয়া,৫৪, নান্নার,৫৫, কুল্লা,৫৬, যাদবপুর,৫৭, সূয়াপুর,৫৮, সানোড়া,৫৯, চৌহাট,৬০, বাইশাকান্দা,৬১, সোমভাগ,৬২, রোয়াইল।
তেজগাঁও উন্নয়ন সার্কেল এর ইউনিয়ন মোট ১৭টি:
৬৩, শ্যামপুর,৬৪, বাড্ডা,৬৫, দনিয়া,৬৬, মাতুয়াইল,৬৭, ডেমরা,৬৮, সারুলিয়া,৬৯, মান্ডা,৭০, দক্ষিণগাঁও,৭১, নাসিরাবাদ,৭২, ভাটারা,৭৩, সাতারকুল,৭৪, বেরাইদ,৭৫, সুলতানগঞ্জ,৭৬, দক্ষিণখান,৭৭, উত্তরখান,৭৮, ডুমনী,৭৯, হরিরামপুর।
ঢাকা জেলায় পৌরসভা কতটি
ঢাকা জেলায় পৌরসভা ৩ টি
- সাভার
- ধামরাই
- দোহার
ঢাকা জেলায় নদী
- বুড়িগঙ্গা
- শীতালক্ষ্যা
- বংশী
- ধলেশ্বরী ইত্যাদি।
ঢাকা জেলায় ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি ?
ঢাকা জেলায় ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহ
- জাতীয় সংসদ
- লালবাগ কেল্লা
- বায়তুল মোকাররম মসজিদ
- আহসান মঞ্জিল
- পরী বিবির মাজার
- ঢাকেশ্বরী মন্দির
- হোসানি দালান
- চামেলী হাউস
- তারা মসজিদ
- বাহাদুর শাহ পার্ক
- কার্জন হল
- জাতীয় স্মৃতিসৌধ
- জাতীয় শহীদ মিনার
- সোহারাওয়ার্দী উদ্যান
- চন্দ্রিমা উদ্যান / জিয়া উদ্যান
- বঙ্গভবন
- চিড়িয়াখানা
- হাতিরঝিল
- বোটানিক্যাল গার্ডেন
- হযরত শাহ-জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর প্রভৃতি।
জাতিয় সংসদে ঢাকা জেলার আসন সংখ্যা কতটি?
জাতিয় সংসদে ঢাকা জেলার আসন সংখ্যা ২০ টি।
১৭৪, ঢাকা-১ ১৭৫, ঢাকা-২
১৭৬, ঢাকা-৩ ১৭৭, ঢাকা-৪
১৭৮, ঢাকা-৫ ১৭৯, ঢাকা-৬
১৮০, ঢাকা-৭ ১৮১, ঢাকা-৮
১৮২, ঢাকা-৯ ১৮৩, ঢাকা-১০
১৮৪, ঢাকা-১১ ১৮৫, ঢাকা-১২
১৮৬, ঢাকা-১৩ ১৮৭, ঢাকা-১৪
১৮৮, ঢাকা-১৫ ১৮৯, ঢাকা-১৬
১৯০, ঢাকা-১৭ ১৯১, ঢাকা-১৮
১৯২, ঢাকা-১৯ ১৯৩, ঢাকা-২০
ঢাকা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয় - ৭২৮ টি
মাধ্যমিক বিদ্যালয়- ১২৪ টি
কলেজ সংখ্যা-
বিশ্ববিদ্যালয় - ৪২ টি
মেডিক্যাল কলেজ - ৪৬ টি







1 Comments
thanks for share
ReplyDelete