বাংলাদেশের চা সম্পদ সম্পর্কে প্রশ্ন ও উত্তর


বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কি?

উত্তর : চা 

বাংলাদেশের সর্বশেষ চা বাগান কোথায় অবস্থিত ?

উত্তর : মৌলভীবাজার 

বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায় ?

উত্তর : পঞ্চগড় জেলায় 

বাংলাদেশে সর্বপ্রথম চা চাষ শুরু হয় কত সালে?

উত্তর : ১৮৪০ সালে 

বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয় কত সালে?

উত্তর : ১৮৫৭ সালে 

বাংলাদেশে প্রথম চা বাগান কোথায় অবস্থিত?

উত্তর : সিলেটের মালনিছড়া 

সবচেয়ে বেশি চা জন্মে কোন জেলায়?

উত্তর : মৌলভীবাজার জেলায় 

দ্বিতীয় চা উৎপাদনকারী জেলার নাম কি?

উত্তর : হবিগঞ্জ 

বাংলাদেশে চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : শ্রীমঙ্গল , মৌলভীবাজার 

চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তর :  ১০ তম 

চা উৎপাদনে প্রথম দেশের নাম ক?

উত্তর :  চীন 

চা রপ্তানিতে শীর্ষ দেশের নাম কি?

উত্তর : কেনিয়া 

 বাংলাদেশে মোট চা বাগান কয় টি?

উত্তর :১৬৬ টি 

বাংলাদেশে  চা বাগান কোন কোন জেলায় অবস্থিত?

উত্তর : মৌলভীবাজার হবিগঞ্জ চট্টগ্রাম সিলেট রাঙামাটি পঞ্চগড় নীলফামারী 

মৌলভীবাজার জেলায় চা বাগান কয় টি?
উত্তর : ৯০ টি 

হবিগঞ্জ জেলায় চা বাগান কয় টি?
উত্তর : ২৩ টি

চট্টগ্রাম জেলায় চা বাগান কয় টি? 
উত্তর : ২২ টি

সিলেট জেলায় চা বাগান কয় টি? 
উত্তর : ২০ টি

রাঙামাটি জেলায় চা বাগান কয় টি? 
উত্তর : ১ টি

পঞ্চগড় 
উত্তর : ৯ টি 

নীলফামারী 
উত্তর : ১ টি

তথ্যসূত্র - বাংলাদেশ চা বোর্ড

Post a Comment

0 Comments