
পানি জাদুঘর,
বাংলাদেশের প্রথম পানি জাদুঘর স্থাপিত হয়েছে পটুয়াখালী জেলার কলাপাড়ার পাখিমারা এলাকায় ।
মানুষের নদীকেন্দ্রীক জীবন - জীবিকা ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০১৪ সালে জাদুঘরটি উদ্বোধন করা হয় ।
এই জাদুঘরে রয়েছে বাংলাদেশের ৭০০ টি নদীর ইতিহাস , বিভিন্ন নদীর পানি , নদীর ছবি , নদীর পানির ইতিহাস ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশে ওপর বিরূপ পানি জাদুঘর !
এটি বিশ্বে অষ্টম ও দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর প্রতিক্রিয়ার চিত্রসহ বিভিন্ন তথ্য । বাংলাদেশের সঙ্গে ৫৭ টি আন্তর্জাতিক অভিন্ন নদীর তথ্য ও ইতিহাস রয়েছে এই জাদুঘরে ।
0 Comments