কংক্রিট ক্যালকুলেশনে 1.54 কি?

কংক্রিট ক্যালকুলেশনে , আমরা শুষ্ক ভলিউম পেতে , ভিজা ভলিউম এর সঙ্গে 1.54 গুন করি সবসময়। 

কিন্তু আপনি কি জানেন এই 1.54 কিভাবে আসল ? বা 1.54 ই কেন গুন করা হয় ?????

যদি আপনি না জানেন, কোন সমস্যা নেই এই পোস্টে ব্যাখ্যা করা হবে কেন এই 1.54 ব্যাবহার করা হয়? 

কংক্রিট ক্যালকুলেশনে এই 1.54 কিভাবে আসল ? বা 1.54 ই কেন গুন করা হয় ? যখন কংক্রিট থেকে সিমেন্ট, বালির পরিমাণ নির্নয় করা হয়।


যখন কংক্রিট থেকে সিমেন্ট, বালির পরিমাণ নির্নয় করা হয়।

ধরি,

ঘনক্ষেত্রের দৈর্ঘ্য = 1 মি

ঘনক্ষেত্রের প্রস্থ = 1 মি

ঘনক্ষেত্রের উচ্চতা = 1 মি

ঘনক্ষেত্রের ভলিউম= দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা = 1 x 1 x 1 = 1 m³

যখন এই ঘনক্ষেত্রেরকে খোয়া, বালি ও সিমেন্ট কে মিক্স করে কংক্রিট দিয়ে পূর্ন করা হয় এবং সেই অবস্থায় রেখে দেয়া হয় ,দেখা যায় যে কংক্রিট ধীরে ধীরে শ্রিঙ্ক করে (সংকুচিত হয়) ।

এবং কংক্রিট কিউব এর উপরিভাগ এ ফাকা জায়গা সৃষ্টি হয় যার ভলিউম কংক্রিটের ভলিউম এর 54%।

তখন আবার এই ফাকা জায়গা পুর্ন করতে হয় এর জন্যে আরো 54% কংক্রিট প্রয়জন হয়।

যেহেতু অতিরিক্ত 54% কংক্রিট দরকার হয়, তাই আগেই কংক্রিট ভলিউম এ 54% অতিরিক্ত ধরে নেয়া হয় ,যেন শ্রিংক করলেও সেই জায়গা পূরন করার জন্যে কংক্রিট যথেষ্ঠ কংক্রিট মজুত থাকে ।

∴ শুষ্ক ভলিউম = ভেজা ভলিউম + অতিরিক্ত ভলিউম 54% (Shrinkage এর কারনে )

= 1 + (54/100) x 1 

= 1 + 0.54 

= 1.54  ©



Post a Comment

0 Comments