PREVIOUS PAGE 1
PREVIOUS PAGE 2
বাড়ি নির্মাণে প্রয়োজনীয় টেকনিক্যাল বিষয়সমূহ-03
91. Sewer কাকে বলে?
উত্তরঃ যে নর্দমা বা নালা Seweage পরিবহনের নিমিত্তে ব্যবহৃত হয়ে থাকে, তাকে Sewer বলে।
92. 'S' trap ও 'P' trap এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ Trap একটি বিশেষ ধরনের পাত্র বিশেষ, যেখানে পানি জমা থাকে এবং নিচ হতে কোন প্রকার গ্যাস উপরে আসতে পারে না। যে trap দেখতে 'S' আকৃতির তাকে 'S' trap বলে। ইহার hole vertical বিধায় ফ্লোরে ফিটিং করতে হয়। আবার যে trap দেখতে 'P' আকৃতির, তাকে 'P' trap বলে। ইহার hole horizontal বিধায় ওয়ালে ফিটিং করতে হয়।
93. Trap কত প্রকার ও কি কি?
উত্তরঃ Trap ৩ প্রকার যথা: (i) 'S' trap, (ii) 'P' trap (iii) Nahani trap
94. ফেয়ার ফেস কি?
উত্তরঃ Plaster ও রং বিহীন অবস্থায় R.C.C মসৃণ Surface-কে ফেয়ার ফেস বলে। অর্থাৎ, কোন প্রকার প্লাষ্টার ও রং করা যাবে না। ইহা প্রধানত R.C.C Surface এর উপর হয়ে থাকে।
95. Skirting কাকে বলে?
উত্তরঃ ঘরের ভিতরে ফ্লোর হতে উপরের দিকে 3"-12" পর্যন্ত টাইলস বা প্লাস্টার করার পর তার উপর NCF করা হয় তাকে Skirting বলে।
96. ড্যাডো কাকে বলে?
উত্তরঃ রান্নাঘর বা টয়লেটের ওয়ালে 1-6" হতে 4-0" পর্যন্ত প্লাস্টার করে তার উপরে NCF হয়, তাকে ড্যাডো বলে।
97. Paint-এর উপাদানের নাম লিখ?
উত্তরঃ Paint-এর মূল উপাদান 5 টি। যথা- (১) বেস (২) ভিহিকেলস, (৩) ড্রাইয়ারস (৪) থিনার্স (৫) পিগমেন্ট
98. Paint-এ থিনার হিসাবে কি মিশানো হয়?
উত্তরঃ Plastic paint / Weather coat / Sika wall decor-এ থির্নার হিসাবে পানি ও Enamel paint-এ থিনার হিসাবে T6 ব্যবহৃত হয়।
99. Paint করার পূর্বে plastering surface কে কত নম্বর পাথর দ্বারা ঘষতে হয়?
উত্তরঃ 40 নাম্বার দিয়ে ঘষতে হয়।
100. Putty তৈরি করাতে কি কি ব্যবহৃত হয়ে থাকে?
উত্তরঃ যে নর্দমা বা নালা Seweage পরিবহনের নিমিত্তে ব্যবহৃত হয়ে থাকে, তাকে Sewer বলে।
92. 'S' trap ও 'P' trap এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ Trap একটি বিশেষ ধরনের পাত্র বিশেষ, যেখানে পানি জমা থাকে এবং নিচ হতে কোন প্রকার গ্যাস উপরে আসতে পারে না। যে trap দেখতে 'S' আকৃতির তাকে 'S' trap বলে। ইহার hole vertical বিধায় ফ্লোরে ফিটিং করতে হয়। আবার যে trap দেখতে 'P' আকৃতির, তাকে 'P' trap বলে। ইহার hole horizontal বিধায় ওয়ালে ফিটিং করতে হয়।
93. Trap কত প্রকার ও কি কি?
উত্তরঃ Trap ৩ প্রকার যথা: (i) 'S' trap, (ii) 'P' trap (iii) Nahani trap
94. ফেয়ার ফেস কি?
উত্তরঃ Plaster ও রং বিহীন অবস্থায় R.C.C মসৃণ Surface-কে ফেয়ার ফেস বলে। অর্থাৎ, কোন প্রকার প্লাষ্টার ও রং করা যাবে না। ইহা প্রধানত R.C.C Surface এর উপর হয়ে থাকে।
95. Skirting কাকে বলে?
উত্তরঃ ঘরের ভিতরে ফ্লোর হতে উপরের দিকে 3"-12" পর্যন্ত টাইলস বা প্লাস্টার করার পর তার উপর NCF করা হয় তাকে Skirting বলে।
96. ড্যাডো কাকে বলে?
উত্তরঃ রান্নাঘর বা টয়লেটের ওয়ালে 1-6" হতে 4-0" পর্যন্ত প্লাস্টার করে তার উপরে NCF হয়, তাকে ড্যাডো বলে।
97. Paint-এর উপাদানের নাম লিখ?
উত্তরঃ Paint-এর মূল উপাদান 5 টি। যথা- (১) বেস (২) ভিহিকেলস, (৩) ড্রাইয়ারস (৪) থিনার্স (৫) পিগমেন্ট
98. Paint-এ থিনার হিসাবে কি মিশানো হয়?
উত্তরঃ Plastic paint / Weather coat / Sika wall decor-এ থির্নার হিসাবে পানি ও Enamel paint-এ থিনার হিসাবে T6 ব্যবহৃত হয়।
99. Paint করার পূর্বে plastering surface কে কত নম্বর পাথর দ্বারা ঘষতে হয়?
উত্তরঃ 40 নাম্বার দিয়ে ঘষতে হয়।
100. Putty তৈরি করাতে কি কি ব্যবহৃত হয়ে থাকে?
উত্তরঃ চক পাউডার 25 কেজি (01 ব্যাগ) প্লাস্টিক পেইন্ট- 3 লিটার এনামেল পেইন্ট- । লিটার এবং পরিমিত পানি দিয়ে মিক্সিং করে Putty তৈরী করা হয়ে থাকে।
101. Electrical work এ finishing কাজের পরে যে যে জিনিস গুলির প্রয়োজন হয় তার নামগুলি কি কি?
উত্তরঃ Electrical work-এর পরে যে item's গুলোর প্রয়োজন হয় সেগুলো হলোঃ Water pump, Push switch, Fire Extinguisher, Lighting arrestors etc.
102. M K. Steel box-এর size কত?
101. Electrical work এ finishing কাজের পরে যে যে জিনিস গুলির প্রয়োজন হয় তার নামগুলি কি কি?
উত্তরঃ Electrical work-এর পরে যে item's গুলোর প্রয়োজন হয় সেগুলো হলোঃ Water pump, Push switch, Fire Extinguisher, Lighting arrestors etc.
102. M K. Steel box-এর size কত?
উত্তরঃ MK. Steel box-এর size 3" x 3" x 2"
103. Switch board & power point-এর উচ্চতা সাধারণত কত হয়?
103. Switch board & power point-এর উচ্চতা সাধারণত কত হয়?
উত্তরঃ Floor level হতে Switch board-এর উচ্চতা ৪ ফিট উপরে হয়ে থাকে। Floor level হতে power point-এর bottom level-এর উচ্চতা 6" উপরে হয়ে থাকে।
104. Light point-এর উচ্চতা সাধারণত কত হয়?
উত্তরঃ Floor level হতে Light point-এর উচ্চতা সাধারণত 7-6" উপরে হয়ে থাকে। 105. Electrical কাজে Box, pipe, wire, MDB, SDB ছাড়া অন্যান্য আর কি কি প্রয়োজনীয় জিনিস পত্র ব্যবহৃত হয়ে থাকে?
উত্তরঃ উপরোক্ত জিনিসপত্র ছাড়াও electrical কাজে নিম্নবর্ণিত জিনিসপত্র গুলি ব্যবহৃত হয়ে থাকে,
(ক) বজ্রপাত নিরুধনের জন্য Lighting arrestor বা Air Terminal ব্যবহৃত হয়ে থাকে।
104. Light point-এর উচ্চতা সাধারণত কত হয়?
উত্তরঃ Floor level হতে Light point-এর উচ্চতা সাধারণত 7-6" উপরে হয়ে থাকে। 105. Electrical কাজে Box, pipe, wire, MDB, SDB ছাড়া অন্যান্য আর কি কি প্রয়োজনীয় জিনিস পত্র ব্যবহৃত হয়ে থাকে?
উত্তরঃ উপরোক্ত জিনিসপত্র ছাড়াও electrical কাজে নিম্নবর্ণিত জিনিসপত্র গুলি ব্যবহৃত হয়ে থাকে,
(ক) বজ্রপাত নিরুধনের জন্য Lighting arrestor বা Air Terminal ব্যবহৃত হয়ে থাকে।
(খ) অভ্যন্তরিন যোগাযোগের জন্য Intercom ব্যবহৃত হয়ে থাকে।
(গ) গরম বাতাস বাহির করার জন্য কিচেনে Exhaust Fan (12"x12") ব্যবহৃত হয়ে থাকে।
(ঘ) তাছাড়া Lift, Generator, Sub-station ব্যবহৃত হয়ে থাকে।
106 2 কোর তার কাকে বলে?
উত্তরঃ যে তারের ভিতরে 2 টি তামার তার থাকে, তাকে 2-কোর তার বলে।
107. Mosaic chips-এর standard size কত?
(গ) গরম বাতাস বাহির করার জন্য কিচেনে Exhaust Fan (12"x12") ব্যবহৃত হয়ে থাকে।
(ঘ) তাছাড়া Lift, Generator, Sub-station ব্যবহৃত হয়ে থাকে।
106 2 কোর তার কাকে বলে?
উত্তরঃ যে তারের ভিতরে 2 টি তামার তার থাকে, তাকে 2-কোর তার বলে।
107. Mosaic chips-এর standard size কত?
উত্তরঃ 10mm (ইহা ছাড়া 8mm, 12mm ও জিরু দানা পাওয়া যায়)।
108. কত নম্বর পাথর দ্বারা mosaic cutting করতে হয়?
108. কত নম্বর পাথর দ্বারা mosaic cutting করতে হয়?
উত্তরঃ 40,60 ও 120 নম্বর cutting stone দ্বারা mosaic cutting করতে হয়।
109. Mosaic floor-এ গ্লেজ আনার জন্য কি ব্যবহৃত হয়ে থাকে?
109. Mosaic floor-এ গ্লেজ আনার জন্য কি ব্যবহৃত হয়ে থাকে?
উত্তরঃ Final cutting-এর পর yellow stone-এর গুড়া ফ্লোর এ ছড়িয়ে দিয়ে mosaic Machine-এর সাহায্যে ঘষে mosaic ফ্লোরে গ্লেজ আনা হয়।
110. Mosaic-এর Proportion কত?
উত্তরঃ Proportion 4:5 অর্থাৎ 40 kg 1 bag white cement-এর সাথে 50 kg 1 bag mosaic chips মিক্সিং করতে হয়।
111. Mosaic কত বার cutting করতে হয়?
110. Mosaic-এর Proportion কত?
উত্তরঃ Proportion 4:5 অর্থাৎ 40 kg 1 bag white cement-এর সাথে 50 kg 1 bag mosaic chips মিক্সিং করতে হয়।
111. Mosaic কত বার cutting করতে হয়?
উত্তরঃ ৩ বার cutting করতে হয়।
112, 2' × 2' প্যানেল করতে 100 sft Mosaic কাজের জন্য কতটুকু 3/4" glass
strip-এর প্রয়োজন হবে?
উত্তরঃ 130 sft
113. যে পাথর দ্বারা mosaic cutting করতে হয় তার নাম কি?
উত্তরঃ Pumice ও carborundum stone
114. 100 sft Mosaic কাজের জন্য materials-এর পরিমাণ কত (4:5)?
strip-এর প্রয়োজন হবে?
উত্তরঃ 130 sft
113. যে পাথর দ্বারা mosaic cutting করতে হয় তার নাম কি?
উত্তরঃ Pumice ও carborundum stone
114. 100 sft Mosaic কাজের জন্য materials-এর পরিমাণ কত (4:5)?
উত্তরঃ Stone chips- 2.75 bags 137.5kg. সাদা সিমেন্ট- 2.75 ব্যাগ বা 110 কেজি। গ্লাস স্ট্রিপ-130 আরএফটি।
115. Tiles কিভাবে wall-এ লাগাতে হয়?
115. Tiles কিভাবে wall-এ লাগাতে হয়?
উত্তরঃ Wall-এর নীচ থেকে উপরের দিকে Tiles লাগাতে হবে।
116. Tiles কত প্রকার ও কি কি?
উত্তরঃ ব্যবহারের দিক থেকে Tiles দুই প্রকার যথাঃ (a) Wall tiles (b) Floor tiles গুনাগুনের দিক থেকে Tiles দুই প্রকার যথাঃ
116. Tiles কত প্রকার ও কি কি?
উত্তরঃ ব্যবহারের দিক থেকে Tiles দুই প্রকার যথাঃ (a) Wall tiles (b) Floor tiles গুনাগুনের দিক থেকে Tiles দুই প্রকার যথাঃ
(a) Homogeneous tiles, ফ্লোর-এ ব্যবহৃত হয় (b) Glazed tiles, ইহা ওয়াল এ ব্যবহৃত হয়।
Floor tiles আবার দুই প্রকার যথাঃ
(a) Homogeneous tiles (b) পর্সোলিন টাইলস।
(a) Homogeneous tiles (b) পর্সোলিন টাইলস।
আকৃতির দিক থেকে Tiles দুই প্রকার যথাঃ (a) Normal tiles, (b) লেজার কাট tiles.
117. Tiles লাগানোর proportion কত?
উত্তরঃ Wall-এর জন্য 1:3 এবং Floor-এর জন্য 1:4
118. Tiles-এর cut pice সর্বনিম্ন কতটুকু দেওয়া যাবে?
উত্তরঃ Tiles-এর cut pice সর্বনিম্ন 1.5" দেওয়া যাবে।
উত্তরঃ Wall-এর জন্য 1:3 এবং Floor-এর জন্য 1:4
118. Tiles-এর cut pice সর্বনিম্ন কতটুকু দেওয়া যাবে?
উত্তরঃ Tiles-এর cut pice সর্বনিম্ন 1.5" দেওয়া যাবে।
119. 60 (420) grade কি?
উত্তরঃ Yield strength 60,000psi হলে, তাকে 60 grad or 420 MPa বলে।
120.40 (276) grade কি?
উত্তরঃ Yield strength 40,000 psi হলে, তাকে 40 grad or 276 MPa বলে।
121.72.5 (500) grade কি?
উত্তরঃ Yield strength 72,500psi হলে, তাকে 72.5 grad or 500 MPa বলে।
উত্তরঃ Yield strength 60,000psi হলে, তাকে 60 grad or 420 MPa বলে।
120.40 (276) grade কি?
উত্তরঃ Yield strength 40,000 psi হলে, তাকে 40 grad or 276 MPa বলে।
121.72.5 (500) grade কি?
উত্তরঃ Yield strength 72,500psi হলে, তাকে 72.5 grad or 500 MPa বলে।
122. (ক) 40 grade steel-এর পরিবর্তে 60 grade এবং (খ) 60grade steel এর পরিবর্তে 72.5 grade ব্যবহারের সুবিধা কি?
উত্তরঃ (ক) 40 grade steel-এর পরিবর্তে 60 grade steel ব্যবহার করলে প্রায় 20% steel কম লাগবে। (খ) 60 grade steel-এর পরিবর্তে 72.5 grade steel ব্যবহার করলে প্রায় 15% steel কম লাগবে।
123. বেঞ্চ মার্ক (B.M) কি?
উত্তরঃ ইহা একটি নির্দিষ্ট চিহ্ন এবং ড্যাটাম-এর উপর যাহার R.L নির্ণয় করা হয় ইহা future reference-এর জন্য record করা হয়। Bench mark সাধারণত piller pier, bridge, mile post ইত্যাদির গায়ে স্থাপন করা হয়।
উত্তরঃ (ক) 40 grade steel-এর পরিবর্তে 60 grade steel ব্যবহার করলে প্রায় 20% steel কম লাগবে। (খ) 60 grade steel-এর পরিবর্তে 72.5 grade steel ব্যবহার করলে প্রায় 15% steel কম লাগবে।
123. বেঞ্চ মার্ক (B.M) কি?
উত্তরঃ ইহা একটি নির্দিষ্ট চিহ্ন এবং ড্যাটাম-এর উপর যাহার R.L নির্ণয় করা হয় ইহা future reference-এর জন্য record করা হয়। Bench mark সাধারণত piller pier, bridge, mile post ইত্যাদির গায়ে স্থাপন করা হয়।
THE POST BOOKS
0 Comments