বাড়ি নির্মাণে প্রয়োজনীয় টেকনিক্যাল বিষয়সমূহ Part 2 - The Post Books



  PREVIOUS PAGE

বাড়ি নির্মাণে প্রয়োজনীয় টেকনিক্যাল বিষয়সমূহ -02

51. Cantilever অংশে Shutter কি ভাবে খুলতে হবে?

উত্তরঃ Cantilever অংশে free দিকে হতে অর্থাৎ বাহিরের দিক থেকে পর্যায়ক্রমে ভিতরের দিকে গুলি খুলতে হবে। props

52. Slab-এর Shutter কি ভাবে খুলতে হবে?

উত্তরঃ ছাদের জন্য Span-এর middle থেকে চারদিকে সমান দূরত্বে props গুলি খুলতে হবে অর্থাৎ মাঝখান থেকে বৃত্তাকার ভাবে props গুলি খুলে বীমের দিকে যেতে হবে।

53. কত দিন পরে Shutter খোলা যাবে?

উত্তরঃ বীমের তলা 28 দিন পরে ও ছাদের তলা 21 দিন পরে খোলা যাবে। ছাদের স্প্যান ছোট হলে 18 দিন পরেও খোলা যেতে পারে। যে কোন vertical member এর shutter 72 ঘন্টা পরে খোলা যেতে পারে।

54. Shuttering-এর উচ্চতা ১২"-এর উপরে হলে কি করতে হবে?

উত্তরঃ Shuttering-এর উচ্চতা 12" এর উপরে হলে অবশ্যই horizontal ব্রেশিং দিতে হবে props হিসাবে এম.এস পাইপ অথবা শালবল্লি ব্যবহার করতে হবে।

55.01 cft ( ঘনফুট) লোহার ওজন কত?

উত্তরঃ 490 পাউন্ড।

56.01 মন চুনের আয়তন কত?

উত্তরঃ 2.25 ঘনফুট।

57.01 ঘনফুট সিমেন্টের ওজন কত পাউন্ড?

উত্তরঃ 90 পাউন্ড।

58. Cantilever Beam-এর ক্ষেত্রে সর্বোচ্চ moment কোথায় উৎপন্ন হয়?

উত্তরঃ Cantilever Beam-এ সর্বোচ্চ moment হয় সার্পোটে।

59. সানসেড-এর binder rod main rod এর কোন দিকে দিতে হয়?

উত্তরঃ Main rod-এর নিচে দিতে হয়।

60. 100 ফুট এইজিং-এর জন্য কতগুলো ইট লাগবে?

উত্তরঃ 250 হতে 270 টি।

61. 100 বর্গফুট সলিং-এর জন্য কতগুলো ইট লাগবে?

উত্তরঃ 300 হইতে 336 টি।

62. 100 বর্গফুট হেরিং বোন বন্ড-এর জন্য কতগুলো ইট লাগবে?

উত্তরঃ 500 হতে 550 টি।

63. 100 sft 5 ইঞ্চি ওয়ালের জন্য কতগুলো ইট লাগবে?

উত্তরঃ 480 হইতে 500 টি।

64. 100 cft 10 ইঞ্চি ওয়ালের জন্য কতগুলো ইট লাগবে?

উত্তরঃ 1080 টি।

65.100cft. Khoa বানাতে কতগুলো ইট লাগবে?

উত্তরঃ 1050 টি।

66. ফ্রগ মার্ক কি?

উত্তরঃ ইটের এক পিঠে প্রস্তুত কারকের নাম লিখা থাকে, তাকে ফ্রগ মার্ক বলে। যা bonding এ key হিসাবে কাজ করে।

67. জলছাদে ব্যবহৃত উপাদান সমূহের নাম ও ইহার অনুপাত কত?

উত্তরঃ জলছাদে ব্যবহৃত উপাদান সমূহের নাম হলো Slaked Lime, Surki, Khoa Molasses Tamarine (এখন ব্যবহার করা হয় না) ও Grey Cement. জলছাদে ব্যবহৃত উপাদান সমূহের অনুপাত 2:2:7। এখানে 2 ভাগ সুরকীর সাথে 2 ভাগ চুনও 7 ভাগ খোয়া মিশাতে হবে।

68. জলছাদ এবং প্যারাপেট ওয়ালের সংযোগ স্থলের বাঁকা অংশকে কি বলে?

উত্তরঃ ঘুন্ডী বলে।

69. একটি গাছের বয়স কিভাবে বুঝা যাবে?

উত্তরঃ কাঠের ক্রস সেকশনের রিং গণনা করে গাছের বয়স বুঝা যাবে। 70. চৌকাঠের groove সাইজ কত?

উত্তরঃ 1.5" x s

71. Door frame (width-7")-এ কয়টি clamp লাগাবে?

উত্তরঃ এক সাইটে 4টি। অতএব দুই সাইটে মোট 4 × 2 = 8 টি clamp লাগবে।

72. বাজারে কি কি সাইজের flush door shutter পাওয়া যায়?

উত্তরঃ 39", 36", 33, 30, 27". 24" এবং 21" অর্থাৎ 3" ইন্টারবেলে shutter গুলো পাওয়া যায়।

73. একটি ভাল কাঠের গুণাবলী কি কি?

উত্তরঃ স্থায়িত্ব, শক্ত, প্রাকৃতিক দোষমুক্ত, উজ্জ্বল রং, পৃষ্ঠ দেশের মসৃণতা ও রসমুক্ত হতে হবে।

74. ভিনিয়ার কি?

উত্তরঃ যে চেড়াই কাঠের পুরুত্ব 1/4" হইতে 1/16" হয়ে থাকে, সেই পাতলা তক্তাকে ভিনিয়ার বলে।

75. প্লাই উড কি?

উত্তরঃ প্লাই উড ভিনিয়ার অপেক্ষা একটু পুরু। প্লাই উড কে মিশ্র কাঠও বলা যেতে পারে প্লাই উড কে জোড়া দিতে প্যাকিং বাক্স, পার্টিশান ইত্যাদি তৈরি করা যায়।

76, হার্ড বোর্ড কি?

উত্তরঃ এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে ওড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।

77. গাছ কাটার সময় কখন?

উত্তরঃ শীতকালে।

78. 4 প্রকার দরজার নাম লিখ?

উত্তরঃ 4 প্রকার দরজার নাম হল ডিজাইন দরজা, প্যানেল দরজা, ফ্লাস দরজা, সলিড দরজা।

79. Socket ও Nipple এর পার্থক্য কি?

উত্তরঃ Socket-এর ভিতরে দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে। আর Nipple-এর বাহিরে দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।

80. Union socket ও socket-এর মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ Union socket পাইপ জয়েন্ট ও খোলার কাজে ব্যবহৃত হয়ে থাকে। ইহা তিনটি অংশে বিভক্ত। socket শুধু পাইপ জয়েন্ট-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইহা একটি অংশ দিয়ে তৈরী।

81. Elbows ও Bend-এর পার্থক্য কি?

উত্তরঃ Elbows-pipe line এ ব্যবহৃত হয়। ইহা ৯০ ডিগ্রি হয়ে থাকে। বিশেষ স্থানে এবং কারণে ইহা ব্যবহৃত হয়ে থাকে। ইহাতে Head loss বেশী হয়।
Bend-pipe line এ ব্যবহৃত হয়ে থাকে। ইহা অর্ধচন্দ্রকৃতি হয়ে থাকে। Pipe line এ বেশী ব্যবহৃত হয়ে থাকে। ইহাতে Head loss কম হয় এবং পানির force বেশী থাকে।

82. UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ UPVC-ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরো-থেবরো হয়ে যায় কোন অবস্থাতেই আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। ইহার গুণগত মান খুব ভাল । Pvc-ইহা প্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছা করলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায়। ইহার গুণগত মান ভাল।

83. সারাদিনে একজন মানুষ কতটুকু পানি ব্যবহার করে থাকেন?

উত্তরঃ সারাদিনে একজন মানুষ গড়ে প্রায় ৩০ গ্যালন পানি ব্যবহার করে থাকেন।

84. এক ঘনফুট আয়তকার পাত্রে কতটুকু পানি ধরে?

উত্তরঃ এক ঘনফুট আয়তকার পাত্রে 6.25 গ্যালন পানি ধরে।

85. রিজার্ভরের (Water Tank) সাইজ কিসের উপর নির্ভরশীল?

উত্তরঃ কতজন লোক বাস করে তার ভিত্তিতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে 2 দিনের মজুদ এবং ওভারহেড রিজার্ভারে ১ দিনের মজুদ ধরে সাইজ নির্ণয় করা হয়।

86. Pve/Upve/Cpve পাইপ কি ভাবে joint দিতে হয়?

উত্তরঃ Pvc/Upve/Cpvc পাইপ solution বা গাম দ্বারা joint দিতে হবে।

87. PPR পাইপ কি ভাবে joint দিতে হয়?

উত্তরঃ PPR পাইপ হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে joint দিতে

88. পানির লাইন কত প্রেসারে চেক করতে হয়?

উত্তরঃ ফিটিং লাগানোর পূর্বে pressure machine-এর সাহায্যে 50 Psi প্রেসার দিয়ে কমপক্ষে 3 ঘন্টা করে প্রতিটি লাইন চেক দিতে হয়।

89. Sewerage কাকে বলে?

উত্তরঃ শহরের বাসিন্দাদের পরিত্যাক্ত তরল ময়লাকে Seweage বলে। ইহা নালা বা পাইপের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়।

90. উৎস হিসাবে Seweage কত প্রকার ও কি কি?

উত্তরঃ উৎস হিসাবে Seweage ২ প্রকার যথা: (i) Sanitary Seweage (ii) Industrial Seweage





Post a Comment

0 Comments