How to make unlimited Gmail account without phone/ sms verifacation

 

How to make unlimited Gmail account without phone/ sms verifacation

কিভাবে আনলিমিটেড মেইল তৈরি করবেন কোন প্রকার ভিপিএন ছাড়া

বর্তমানে ই-মেইল মার্কেটিং খুবই জনপ্রিয়। আর অনেকেই জানে যে কি ভাবে ই-মেইল তৈরি করতে হবে?

কিন্তু হয় কি আমরা একটি ফোন দিয়ে একাধিক ই-মেইল তৈরি করতে গেলে বার বার নাম্বার ভেরিফেকিশন চায় যার কারনে আমরা ই-মেিল তৈরি করতে পারি না।

কিভাবে আনলিমিটেড মেইল তৈরি করবেন কোন প্রকার ভিপিএন ছাড়া বা ভিপিএন দিয়ে সেই বিষয় নিয়ে আজকে কিছুটা ধারনা অর্জন করবো মনে রাখতে হবে সব ফোনে যে কাজ করবে তা কিন্তু নয়। কিছু ফোনে কাজ করবে আবার কিছু ফোনে কাজ করবে না এটাই স্বাভাবিক।

আচ্ছা তো আমরা যদি আনলিমিটেড ভাবে মেইল তৈরি করতে চাই সর্বপ্রথম আমাদের যা যা লাগবে?

★ এন্ডোয়েড মোবাইল
★ ব্রাউজার
★ সি সি ক্লিনার
ইত্যাদি......


কোন একটা ব্রাউজারের চলে যাব তবে Duck Duck ব্যাবহার করলে কার্যক্রম বেশি হবে। অথবা আপনি ফায়ার বক্স কিংবা অপারামিনি অথবা হচ্ছে uc টার্বো ব্যাবহার করতে পারেন।


এবার সিসি ক্লিনার প্লেস্টোর থেকে ডাউনলোড করে একটিভ করে নিবেন।
সিসি ক্লিনার দিয়ে সব কিছু ক্লিন করে নিবেন।

তো আপনার যে কোন একটা ব্রাউজার আপনি সার্চ করবেন ইউটিউব লিখে ইউটিউবে ভিজিট করবেন।

আপনার অবশ্য ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে রাখবেন তারপর হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে যে কোন গান প্লে করবেন। সাবস্ক্রাইভ বাটনে ক্লিক করে সাবস্ক্রাইভ করতে যাবেন সাথে সাথে আপনাকে সাইন ইন করার জন্য বলা হবে।

তখন আপনি নিচের অপশন নিউ একাউন্ট আপনি সেখানে ক্লিক করবেন।
প্রথম নাম
দ্বিতীয় নাম
ইউজার নাম
পার্সওয়াড দিয়ে একাউন্ট তৈরি করে নিবেন।


আপনি একাউন্ট তৈরি করবেন কোন প্রকার নাম্বার চাইবে না।

এই ট্রিক্স আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি মোটামুটি একদিনে অনেকগুলো জিমেইল বা ইমেইল তৈরি করতে পারবেন।

তারপরে মেইল তৈরি হওয়ার পর তো আপনি আপনার ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে ফেলবেন, সিসি ক্লিনার দিয়ে সব কুকিস ডিলেট করে নিবেন। পুনরায় আবার একই নিয়মে কাজ করবেন।

এরপর যদি কাজ না হয় তাহলে আপনি আপনার ভিপিএন দিয়ে একেকবার একেক দেশ ধরে সিসি ও ব্রাউজার ক্লিয়ার করে কাজ করবেন।
এবং পিসি দিয়ে করলে ম্যাক চেন্জের সফটওয়্যার ব্যবাহার করে কাজ করবেন।

ই-মেইল তৈরি করুন করুন & The Post Books এর সাথেই থাকুন। আপনার অভিজ্ঞা আপনার ক্রিয়েটিভ সব গল্প, কবিতা, নিউজ আমাদের সাথে শেয়ার করুন

ধন্যবাদ
Salvador ভাই ট্রিক্স শেয়ার করার জন্য।


Post a Comment

2 Comments