সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কী ?
প্রকৌশলী নির্মাণে বিভিন্ন ধরনের গুন, মান শক্তিসম্পন্ন সামগ্রী ব্যবহৃত হয়। প্রকৌশলীগণ নির্মাণের জন্য স্বল্পব্যয়, নিরাপদ, নিরাপত্তা, সৌন্দর্য ও স্থায়িত্বের দিক বিবেচনা করেন।
প্রকৌশল নির্মাণে ব্যবহৃত সামগ্রীকে প্রকৌশলী সামগ্রী বা নির্মাণসামগ্রী বলা হয়। ইমারত, ব্রিজ, বিমানবন্দর, রাস্তাঘাট, পোতাশ্রয় ইত্যাদি পূর্তকর্ম অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং এর আওতাভুক্ত নির্মাণের সামগ্রীকে পূর্তকর্ম নির্মাণের সামগ্রী বা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলা হয়।
যেহেতু অনেক ক্ষেত্রে একই সামগ্রী ভিন্ন ভিন্ন প্রকৌশল নির্মানে ব্যবহৃত হয়, তাই কোন নির্মাণসামগ্রীকে একক কোন প্রকৌশল বা প্রযুক্তির নির্মাণ সামগ্রী হিসেবে সুনির্দিষ্ট করে সীমারেখা টেনে দেওয়া সম্ভব নয়। তবে সাধারণভাবে কোন প্রযুক্তির আওতাভুক্ত নির্মাণে বহুল ব্যবহৃত সামগ্রীকে ঐ প্রকৌশল বা প্রযুক্তির নির্মাণসামগ্রী বলা হয়ে থাকে।
সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বিষয় সমূহ
নির্মাণসামগ্রীর যথাযথ নির্বাচনের উপরই নির্মাণের উৎকর্ষতা নির্ভর করে। তাই এগুলো নির্বাচনের ক্ষেত্রে এগুলোর মৌলিক স্বভাবের ওপর প্রকৌশলীর সম্যক জ্ঞান থাকা আবশ্যক। যেকোনো প্রকৌশল নির্মাণে প্রকৌশল সামগ্রীর শক্তি, স্থায়িত্ব, উপযোগিতা, সহজলভ্যতা, সৌন্দর্য, ব্যবহার ও সংযোগ সরলতা ইত্যাদি দিকগুলো বিবেচনায় আনতে হয়।
যেকোনো নির্মাণসামগ্রীর গুণগত মান ও বৈশিষ্ট্যের উপর নির্মাণের মান, স্থায়িত্ব, সৌন্দর্য, নিরাপত্তা ইত্যাদি নির্ভর করে। আবহাওয়া ও পরিবেশ পরিস্থিতি ইত্যাদি এর ভিন্নতা একই ধরনের নির্মাণে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের সামগ্রী নির্বাচন করতে হতে পারে।
প্রযুক্তির অবদানেই ভূপৃষ্ঠে গড়ে উঠছে সুরম্য অট্টালিকা, দালানকোঠা, রাস্তাঘাট, বন্দর কোথায় বিমানবন্দর ইত্যাদি। স্বল্প সময়ে নিরাপদ ভ্রমণের জন্য তৈরি করা হয় যন্দ্রযান।
মানুষের জীবনে শারীরিক চাহিদা পূরণে বিভিন্ন সামগ্রী উপাদানের ভূপৃষ্ঠে স্থাপিত হচ্ছে নানা ধরনের শিল্প কারখানা। আর ভূপৃষ্ঠের উর্বর ভূমি কোথাও পাহাড়-পর্বত, কোথাও বালি, কোথাও শিলা, কোথাও ধাতুর খনিজ আস্তরণ, কোথাও বিভিন্ন ধরনের জটিল মিশ্রণে গড়া।
সিভিল ইঞ্জিনিয়ারিংগণ তথা সকল প্রযুক্তির প্রকৌশলীগণ তাদের নির্মিত কাঠামোর স্থায়িত্ব নিরাপত্তা সাশ্রয় সৌন্দর্য ইত্যাদি বিষয়ে সচেতন থাকেন এবং নির্মাণসামগ্রীর বৈশিষ্ট্য ও ধর্ম গুলি সম্পর্কে পূর্বে জেনে নেয়।
0 Comments