ফাগুন By এ.এইচ.এম তৌফিক - The Post Books

 

বাংলা কবিতা ফাগুন

ফাগুন

ফাগুন আজ নিজের রঙিন রঙে নাজেহাল, 
পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় মেতেছে নতুন ডাল। 
বসন্তের আগমনে বাগিচায় ফুটেছে কত  ফুল, 
কৃষ্ণচূড়ার রঙ লেগেছে, রঙিন হয়েছে চারি কুল। 
বৃক্ষরাজি প্রমোদে আজ নতুন ভাবে জাগে, 
আবিরে রাঙা চারিপাশ তাই অপরূপ লাগে। 
উদাসী কোকিলের সুর ও মনে দেয় দোলা, 
বসন্তের ঝলকানিটা সহজে যায় না ভোলা। 
তোমারি রূপে হার মানি মোরা বেলা শেষে, 
অপূর্ণ লাগে যদি না মাতি তোমার ছায়ায় এসে।


লিখেছেনঃ এ.এইচ.এম তৌফিক 

Toufiq Ahmed The Post books


Post a Comment

0 Comments