কংক্রিট সেগ্রিগেসন কী এবং কেন হয় ?

 



কংক্রিট সেগ্রিগেসন কী এবং কেন হয় ?


খোয়া বা পাথর কুচি থেকে সিমেন্ট-বালির মিশ্রণ পৃথক হওয়াকে সেগ্রিগেসন বলে। মিশ্রণে পানির পরিমাণ কম হলে খোয়া থেকে সিমেন্ট বালির মিশ্রণ পৃথক হতে চায়, আবার পানির পরিমাণ বেশি হলে খোয়া বালি-সিমেন্ট অপেক্ষা ভারি হওয়ায় নিচে থিতিয়ে পড়ে এবং সিমেন্টের গোলা ওপরে ভেসে ওঠে।

কংক্রিটের সেগ্রিগেসন কেন হয়?

১.মিশ্রণে প্রয়োজনের তুলনায় পানির পরিমাণ কম হলে খোয়া থেকে সিমেন্ট বালির মিশ্রণ পৃথক হয়ে যায়, ফলে সেগ্রিগেসন হয়।
২.মিশ্রণে প্রয়োজনের তুলনায় পানির পরিমাণ বেশি হলে খোয়া ও বালি সিমেন্ট অপেক্ষা বাড়ি হওয়ায় নিচে থিতিয়ে পড়ে, ফলে সেগ্রিগেসন হয়।
৩.কংক্রিট মিশ্রণ, স্থাপন এবং দৃঢ়করণ সতর্কতার সাথে না করলে।
৪. তিন ফিটের বেশি উচ্চতা থেকে কংক্রিট ফেলা হলে কংক্রিট সেগ্রিগেসন হয়।
৫. কংক্রিট থেকে কোন ভাবে পানি বের হয়ে গেলে।
৬.সঠিক অনুপাতে কংক্রিট মিশ্রন না হলে।
৭.একই স্থানে অধিক সময় ধরে কম্পাকশন করা হলে।
কংক্রিট সেগ্রিগেসন হলে কংক্রিটের শক্তি অনেকাংশে হ্রাস পায়।
সুতরাং উপরোক্ত বিষয়গুলো সতর্কতার সাথে সঠিক নিয়মে সম্পাদন করা গেলে কংক্রিট সেগ্রিগেসন থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব।

Post a Comment

0 Comments