সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞানভান্ডার ( পার্ট ২ )- The Post Books

 


যখন প্রশ্ন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তখন কিছু প্রশ্নের উত্তর না জানলে হয় ?? 

সিভিল ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর -


১) মোমেন্ট অব ফোর্স এর সুত্র কি?

উত্তরঃ বল X লম্ব দুরত্ব


২) কোন বস্তুর উপর ৬ কেজি ও ৮ কেজি বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে ?

উত্তরঃ ১০ কেজি


৩) ত্রিভুজের ভুমি b এবং উচ্চতা h হলে ভুমি রেখা থেকে CG এর দুরত্ব কত হবে?

উত্তরঃ h/3


৪) যে বীমের এক প্রান্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে কি বলে?

উত্তরঃ ঝুলন্ত বীম


৫) বেন্ডিং মোমেন্ট যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলা হয় -

উত্তরঃ ইনফ্লেকশন বিন্দু


৬) ১ হর্স পাওয়ার সমান কত?

উত্তরঃ 75 kg-m/সেচ


৭) ACI কোড অনুযায়ী বীমের মিনিমাম বেন্ডিং রিইনফোর্সমেন্ট কত?

উত্তরঃ 200/fy


৮) কনক্রিটের Failur load ও Working load এর অনুপাত কত ধরা হয়?

উত্তরঃ ২.২৫


৯) ডায়াগোনাল টেনশন সাপোর্টের দিকে আনুভুমিকের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?

উত্তরঃ ৪৫


১০) একমুখো ক্যান্টিলিভার স্ল্যাব এর ACI কোড অনুসারে ন্যূনতম পুরুত্ব কত?

উত্তরঃ L/12

Post a Comment

0 Comments