সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞানভান্ডার ( পার্ট ১ )-The Post Books


যখন প্রশ্ন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তখন কিছু প্রশ্নের উত্তর না জানলে হয় ?? 

সিভিল ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর -


১) প্রশ্নঃ রাস্তার কাজে কোর্স এগ্রিগেট বিছানোর পর কতটন রোলার দিয়ে রোলিং করতে হয়?

উত্তরঃ ১০ টন


২) প্রশ্নঃ সিমেন্ট কনক্রিটের রাস্তাকে কি পেভমেন্ট বলা হয়?

উত্তরঃ Rigid Pavement


৩) প্রশ্নঃ সড়কে সুপার এলিভেশন কোথায় দিতে হয়?

উত্তরঃ Horizontal Curve এ


৪) প্রশ্নঃ সিলকোট স্থাপনের কত দিন পর ট্যাককোট স্থাপন করা ভালো?

উত্তরঃ ৭ দিন


৫) কনক্রিটের সড়ক তৈরী করার পর কত দিন কিউরিং করতে হয়?

উত্তরঃ ২৮ দিন


৬) প্রশ্নঃ জাদুঘর, মসজিদ, হাসপাতাল ইত্যাদি কোন ধরনের ট্রাফিক সাইন?

উত্তরঃ Informatory Sign


৭) রাস্তার সরল অংশ এবং বৃত্তাকার বাকের মধ্যে পরিবর্তনশীল যে বাক ব্যাবহৃত হয় তার নাম কি?

উত্তরঃ ভ্রান্তি বাক


৮) জাতীয় হাইওয়ের দুইপাশে শোল্ডারের প্রস্থ কত মিটারের কম হবে না?

উত্তরঃ ২ মিটার


৯) বাংলাদেশে ব্যাবহৃত ব্রডগেজ রেলের দৈর্ঘ্য কত?

উত্তরঃ ১২.৮০ মিটার


১০) Fouling Mark কি ?

উত্তরঃ বিপদ চিহ্ন

Post a Comment

0 Comments