শাহমুব জুয়েলের "মেঘ বিদায়ের দিন" ইতি মধ্যে প্রকাশ পেয়েছে...

 

শাহমুব জুয়েলের "মেঘ বিদায়ের দিন"  ইতি মধ্যে প্রকাশ পেয়েছে...

স্বদেশ ও স্বজাতি সমান্তরাল- যারা ভালোবাসে পরিবার, সমাজ দেশ মাটি ও মানুষ। তারুণ্য জীবনযাপনের রুপমাধুর্য। যাদের হাতে বুনন হতে পারে দেশের বীজ।
অনুভবশক্তি দৃঢ় হলে নিজে বাঁচবে, প্রজন্ম বাঁচবে।
মেঘ বিদায়ের দিন উপন্যাসে প্রধানতম চরিত্র - তাইজীন ও নিশি। দুজনের জীবনযুদ্ধ মাদকতার বিরুদ্ধে। সমকালে মাদকতা যুবশক্তিকে বিনাশ করছে। ধুঁকে পড়ছে সামাজিক, পারিবারিক রূপসৌন্দর্য। বিকলাঙ্গ হচ্ছে তরুণসমাজ। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যা বেশী। নিশি ও তাইজীন ইমাজিনেশনের চেয়ে বাস্তবতায় বিশ্বাসী। নিয়মিত কাউন্সিলিং করছে। দুজনই ক্রিয়েটিভ চরিত্র৷ মন ও মননে পরিবার, সমাজ, অর্থনীতি রাজনীতির বিষয় অনুধাবণে দু জন স্থিতিশীল। পারিবারিক নিঃসঙ্গতা তাদেরকে পেছনে টেনে ধরতে পারেনি। সততা নীতি আদর্শের উদ্যমী হাওয়ায় উড়াচ্ছে দেশপ্রেমের শুভ্রনীল।

গ্রামীণ ও নগরের দৃশ্য খুবই সুসংহত। নগরে বসবাস করে মুরশিদ ও ডালিয়া বানু। মৃত্যুর পর গাঁয়ে তাদের দাপন হয়। ধনবান হলেও দুঃখী -দরিদ্র ও মাদকতা থেকে মুক্তির লক্ষ্যে অনুদান দেয়া চিন্তার উদারতা। মাদকের চোবলে ধূসর হয়ে ওঠা সমাজে সচেতন দৃষ্টিভঙ্গির সৃষ্টিশীল চরিত্র।

ভাস্কর্য প্রজন্মের ঐতিহ্য দুয়ার। গৌরবময় অর্জনের চিত্রকলা। বাঙালির চেতনাবোধকে জাগ্রত করে। নিশি উপন্যাসে প্রধানতম চরিত্র। অপরাজেয় বাংলার পাদদেশ দিয়ে যাওয়ার সময় তার মনন জেগে ওঠে। স্থির হয়ে দেখে গ্রাম ও নগর মানুষের অবয়ব। রক্তবিন্দুতে ঝড় ওঠে। দেশ ও মাটির মমতায় নিজেকে গঠন করতে উদ্যত। মাদকতা বিনাশে সচেতনকর্মী। পাড়া ও মহল্লায় কাউন্সিলিং করে। ভেতরে একটাই টান- আমার দেশ, মাটি ও মানুষ। স্বদেশপ্রীতি, জেন্ডারসমতা, গ্রাম ও নগর মানুষের মধ্যে স্বদেশী মনোভাবও প্রবল। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময়ের পর ভাস্কর্য ভাঙনে ক্ষোভ সৃষ্টি হয়।

উপন্যাসে সমকালীন সমস্যা মাদকতা। মাদকাসক্তির কারণে , চুরি, ঘুষ ও পেশাগত দায়িত্বহীনতার দৃশ্যায়ন রয়েছে। পারিবারিক ভাঙন, যৌনাচার, অর্থপ্রাচার দেশী ও ভীনদেশী মাফিয়াচক্রের দুরন্তপনা রয়েছে। অপরাধী সনাক্তের ক্ষেত্রে এলিটমানুষ উদাসীন কিন্তু কুকুর ও মানসিক বিকারগস্ত জেসমিন মনোনিবেশী।
এসবের মাঝে তাইজীন ও নিশি ছিল অন্তপ্রাণ। কারণ তাদের ভেতরে ছিল দেশপ্রেম ও প্রজন্মবিকাশের যুক্তিশীল মন্ত্র।

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে শাহমুব জুয়েলের বই ‘মেঘ বিদায়ের দিন’। বইটি মূলত মাদক বিষয়ক উপন্যাস।

বইটি প্রকাশ করছে তাম্রলিপি। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

সেলিনা হোসেন
কথাসাহিত্যিক।

Post a Comment

0 Comments